করাচিতে হোটেলে অগ্নিকাণ্ডে দুই পাকিস্তানি ক্রিকেটার আহত
পাকিস্তানের করাচি নগরীর রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তা ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। আহতদের মধ্যে রয়েছেন দুইজন পাকিস্তানি ক্রিকেটারও। এরা হলেন – অলরাউন্ডার ইয়াসিম মুর্তজা ও লেগ স্পিনার কেরামত আলী।
পাকিস্তানের ঘরোয়া লিগের দল ইউনাইটেড ব্যাংক লিমিটেডের (ইউবিএল) হয়ে খেলেন এ দু’জন ক্রিকেটার। কায়েদ-ই-আজম ট্রফির অষ্টম রাউন্ডে অংশ নিতে ইয়াসিম-মুর্তজাসহ পুরো দলই রিজেন্ট প্লাজা হোটেলের চতুর্থ তলায় অবস্থান করছিল।
রাত সাড়ে তিনটার দিকে লাগা এই ভয়াবহ আগুন থেকে নিজেদের বাঁচাতে গিয়েই পায়ে চোট পান ইয়াসিম ও কেরামত। আগুন লাগার পর হুড়োহুড়িতে পড়ে গিয়ে গোড়ালি হাড় ভেঙে যায় ইয়াসিমের। আর কেরামতের হাত ভেঙ্গে যায়। তবে দলের বাকি ক্রিকেটাররা সুস্থই আছেন।
এ প্রসঙ্গে ইউবিএলের ক্রীড়া বিভাগের প্রধান নাদিম খান বলেন, ‘হোটেলের চতুর্থ তলায় রাত ৩টা ৩০ মিনিটে ক্রিকেটাররা আগুন ও ধোঁয়া আঁচ করতে পেরে জেগে ওঠে। ইয়াসিম আতঙ্কে জানালা দিয়ে লাফ দিলে তার গোড়ালি ভেঙে যায়। কেরামত হাত ভাঙলেও বাকি খেলোয়াড়দের চোট অবশ্য গুরুতর নয়। তাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খেলোয়াড়েরা খুব ভয় পেয়েছে।’
আগুন লাগার পর ইউবিএলের খেলোয়াড়রা নাদিম খানের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খেলোয়াড়দের নিরাপদ জায়গায় নিয়ে যান তিনি। সেই সঙ্গে ক্রীড়া বিভাগের প্রধান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নিকট সোমবারের খেলা স্থগিত করার জন্য অনুরোধ জানান। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইউবিএলের সঙ্গে হাবিব ব্যাংকের এদিনের খেলা স্থগিত করা হয়েছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সময় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সদস্য শোয়েব মাকসুদ, হাম্মাদ আযম ও সাবেক টেস্ট ক্রিকেটার উমর আমিন হোটেল রিজেন্ট প্লাজায় ছিলেন। তবে অগ্নিকাণ্ডে তাদের কোনো ক্ষতি হয়নি। নিরাপদেই হোটেল থেকে বেরিয়ে আসেন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন