করাচিতে ৯৩ রানের ঝড়ো ইনিংস খেললেন শোয়েব মালিক

ঝড় যেন মালিকের ব্যাটকেই ভালোবাসে। করাচি স্টেডিয়ামে সকালে কঠিন কন্ডিশনে ছিলো শোয়েব মালিকের দল। আফ্রিদিদের বোলিং তাণ্ডবে একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে শোয়েব মালিকের দল।
সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশন প্রথম ১৭ ওভারে মাত্র ৩১ রান করেছিলো। দলের এমন বিপদের সময় ব্যাট হাতে মাঠে আসেন শোয়েব মালিক। এর পরে প্রায় পুরো সময় মাঠে ছিলেন মালিক।
হাবিব ব্যাংকের বিপক্ষে অন্যরা না পারলেও ঠিকই ঝড় তুলেছেন শোয়েব মালিক। দলের বিপদের দিনে ৯৩ রানের কার্যকর ইনিংস খেলেছেন তিনি। দলের ৪৮ ওভারের সময় ক্যাচ আউট হন তিনি।
গ্যাস কর্পোরেশনের দলীয় রান গিয়ে দাঁড়ায় ২৩২। মালিক তার ইনিংসে বাউন্ডারি মেরেছেন ৯টি। পাকিস্তানের ওয়ানডে কাপের ফাইনাল ম্যাচে লড়াই চলছে তুমুল। গ্যাস কর্পোরেশনের দেয়া ২৩৩ রানের টার্গেটের জবাবে এখন ব্যাট করছে হাবিব ব্যাংক।
এর আগে ১৬৬ রানের ঝড়ো ইনিংস খেলে হাবিব ব্যাংককে ফাইনালে নিয়ে আসেন আহমদ শেহজাদ। তিনি তো দলে রয়েছেনই। তার সাথে নতুন করে যোগ হয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানে এই ম্যাচের দিকে পাখির চোখ সবার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন