করুনারত্নের ক্যাচ ছাড়লেন সাকিব

১৮২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। চতুর্থ দিন সকালে বাংলাদেশ যখন বিপজ্জনক পরিস্থিতিতে আছে, তখন দেখা গেল ক্যাচ মিসের মহড়া। সাকিব আল হাসানের কল্যাণে উইকেটবঞ্চিত হলেন মেহেদী হাসান মিরাজ। জীবন পেলেন দিমুথ করুনারত্নে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৪৫ রান।
তৃতীয় দিনের শেষ সেশন বৃষ্টি দখল করে নেওয়ায় আজ ১৫ মিনিট আগে খেলা শুরু হয়। আবহাওয়া বেশ সুন্দর। ধীরে সুস্থেই দ্বিতীয় ইনিংস শুরু করেছে শ্রীলঙ্কা। এর মাঝেই সেই ক্যাচ মিস। উইকেট ছেড়ে বেরিয়ে এসে স্পিনার মেহেদী হাসান মিরাজকে তুলে মেরেছিলেন দিমুথ করুনারত্নে। শর্ট কাভারে সাকিব লাফিয়ে বলে হাত ছুঁইয়েও জমাতে পারেননি বল। ৭ রানে জীবন পান তিনি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিক সর্বোচ্চ ৮৫ এবং সৌম্য সরকার ৭১ রান করেন। দলের একান্ত প্রয়োজনের সময় অহেতুক আক্রমণাত্বক হতে গিয়ে আউট হন সাকিব। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ৪৯৪ রান। গল টেস্ট জয় তো দূরের কথা, এখন ম্যাচ বাঁচানো যায় কিনা সেটা নিয়েই দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন