কর্মসূচি ঘোষণা করলেও মাঠে থাকা নিয়ে সংশয়!

জাতীয়তাবাদী যুবদলের পর এবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। তবে কর্মসূচি ঘোষণা হলেও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ৭৩৪ নেতার মধ্যে অন্তত ৫০ জন মাঠে থাকবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কর্মসূচি বাস্তবায়নে মাঠে নেতাকর্মীরা উপস্থিতি থাকে না, তাহলে এমন কর্মসূচির প্রয়োজন আছে কিনা জানতে চাইলে আবদুস সাত্তার পাটওয়ারী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে হলেও ছাত্রদল সবসময় কর্মসূচি পালন করে।
৭৩৪ সদস্য বিশিষ্ট কমিটি হলেও অন্তত ৫০ নেতাকে কোন কর্মসূচিতে দেখা যায় না কেন- জানতে চাইলে তিনি বলেন, নানা কারণে অনেকে হয়তো অংশ নিতে পারে না।
এদিকে, বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, জনরোষের ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। তারা একের পর এক হাস্যকর মামলায় দেশ নেত্রীকে হয়রানির অভিপ্রায়ে মিথ্যা, বানোয়াট এবং আজগুবি মামলা দিচ্ছে। কিন্তু এতকিছুর পরও শেষ রক্ষা হবে না। জনতার আদালতে এ অবৈধ সরকারের বিচার ঠিকই হবে।
উল্লেখ্য, ৯০ দশকের মাঝামাঝি থেকে খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করলেও চলতি বছর তিনি কোনো ধরনের আনুষ্ঠানিকতা পালন করেননি। তবে বিএনপি কার্যালয়ে মিলাদের আয়োজন করা হয়েছিল।
তবে গত ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা জন্মদিন পালনের অভিযোগে ওই মামলা করেন। এতে অভিযোগ করা হয়, ১৫ আগস্ট জন্মদিন না হলেও সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অশ্রদ্ধা জানাতেই ঘটা করে জন্মদিন পালন করেন বিএনপি নেত্রী।
মামলার দিন আদালত ১৭ অক্টোবর খালেদা জিয়াকে হাজির হতে সমন জারি করেন। কিন্তু গত ১৭ অক্টোবর খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় বাদী গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। এরপর আদালত ৩ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন। ওই দিনও আদেশ না দিয়ে ১৭ নভেম্বর আদেশের দিন ঠিক করেছিলেন বিচারক।
বিএনপি অবশ্য দাবি করে আসছে, ১৫ আগস্টই খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন। আর জাতীয় শোক দিবসে কারও জন্মদিন উদযাপনে খারাপ কিছু নয় বলেও দাবি করেছেন দলটির নেতারা।
এদিকে, কমিটি ঘোষণার আগে ছাত্রদলের যেসব নেতাকে কেন্দ্র ঘোষিত সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল, পদ পাওয়ার পর নানা যুক্তি দেখিয়ে সেসব নেতা কর্মসূচি পালনের দিন আত্মগোপনে থাকেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন