কর্মীদের দিয়ে কাপড় কাচা বন্ধ করুন : ওবায়দুল কাদের
আধিপত্য বিস্তার করে কর্মীদের দিয়ে নেতারা নাকি কাপড় কাচা, বাজার করা ও রুম পরিস্কার করায়। অনেক অভিযোগ কানে আসে। ইডেন কলেজ ছাত্রলীগের বিরুদ্ধেও অভিযোগ আসে। কর্মীদের দিয়ে এই কাপড় কাচার রাজনীতি বন্ধ হোক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার রাজধানীর ইডেন কলেজে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইডেন কলেজ শাখা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
কাদের বলেন, সবাই এখন নেতা। কর্মীর দেখা নাই। দেশ এখন নেতা উৎপাদনের কারখানা হয়ে গেছে। পোস্টার, ব্যানারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবির চেয়ে নিজেদের ছবি বড় করে প্রচারে সবাই ব্যস্ত। দলের দায়িত্ব পাওয়ায় আমার ছবির ব্যবহারেরও হিড়িক পড়েছে। নিজের ছবি নিজেই চিনতে পারি না। লজ্জা লাগে। এগুলো বন্ধ হোক।
তিনি আরো বলেন, ছাত্রলীগ যেন নিজেই নিজেদের শত্রু না হয়। ছাত্রত্ব শেষ হলে ক্যাম্পাসে ছেড়ে দিন। সিট ও ভর্তি বাণিজ্য বন্ধ করে কর্মী বান্ধব সংগঠন গড়ে তুলুন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, ইডেন কলেজের অধ্যক্ষ গায়েত্রী চ্যাটার্জী, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন