কর্মীদের স্লোগান বন্ধ করতে বললেন মির্জা ফখরুল
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে চলছে বিএনপির আলোচনা সভা। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
আজ সোমবার দুপুরের পর থেকেই আলোচনা সভার স্থানে জড়ো হতে থাকে ছাত্রদল, যুবদলসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হকের কোরআন তেলোয়তের মাধ্যমেই দুপুর ৩টা থেকে শুরু হয়েছে আলোচনা সভার কার্যক্রম।
বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভার মঞ্চে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সদ্য জামিন নিয়ে কারাগার থেকে ফেরা ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক শফিক রেহমান, অর্থনীতিবিদ ড. মাহবুবুল্লাহ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
এছাড়া দর্শক সারিতে উপস্থিত আছেন, বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আলোচনা সভার শুরু থেকেই আলোচকদের বক্তব্যের সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। মঞ্চে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম যখন বক্তব্য রাখছিলেন ঠিক সে সময়েও স্লোগান দিতে থাকে যুবদলের কয়েকজন কর্মী।
এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুবদলের ওই কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা স্লোগান বন্ধ করুন। এখানে বিশিষ্টজনেরা বক্তব্য দিচ্ছেন, স্লোগান না দিয়ে তাদের বক্তব্য শুনুন।’
উলেখ্য, এর আগেও বক্তব্যের সময় স্লোগান দেয়ায় দলের কর্মীদের স্লোগান বন্ধ করতে বলেছিলেন স্বয়ং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন