কর ফাঁকি দিয়েছেন রোনালদো?
বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসি ও নেইমারের পরে এবার কর ফাঁকির অভিযোগ উঠলো ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে। জার্মানির একটি সংবাদমাধ্যমে রিয়াল মাদ্রিদের এই তারকার কর ফাঁকির ঘটনা প্রথমে প্রকাশ করে। এরপরই ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে তোলপাড় শুরু হয়।
জার্মান পত্রিকা ‘ডার স্পাইজেলে’ ফুটবল সংক্রান্ত বেশ কয়েকটি নথি ফাঁস করার পাশাপাশি জানায়, রোনালদো প্রায় ১৫ কোটি ইউরো কর ফাঁকি দিয়েছেন। আর এমন অভিযোগ শুধু সিআর সেভেনের বিরুদ্ধেই ওঠেনি। বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো ও রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে। যদিও রোনালদো ও মরিনহো ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগের প্রতিবাদ করেছেন।
পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে অভিযুক্ত করে সংবাদে প্রকাশ হয়, তিনি একটি আইরিশ কোম্পানি গেস্টিফিউটকে ব্যবহার করে অঢেল সম্পত্তি বানিয়েছেন। কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পেন ও যুক্তরাজ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হোসে মরিনহো – দুজনের বিরুদ্ধে বাৎসরিক কর ফাঁকির অভিযোগ উঠেছে।’
এদিকে এ ব্যাপারে মুখ খুলেছেন স্প্যানিশ কর বিভাগের সচিব হোসে এনরিকে ফার্নান্দেজ দে ময়া। স্প্যানিশ একটি রেডিওকে তিনি বলেছেন, ‘সংবাদমাধ্যমে আমরা যেসব তথ্য জেনেছি, সেগুলো আমাদের হাতে এসেছে। আমাদের কর বিভাগ অবশ্যই তদন্ত করে দেখবে এগুলো কতটা সঠিক।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন