কলকাতার অধিনায়ক হলেও গম্ভীরের মনপ্রাণ জুড়ে আইপিএল-এর অন্য দল

কলকাতা নাইটরাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বে কেকেআর দু-দু’ বার আইপিএল চ্যাম্পিয়ন হলেও গম্ভীরের মনে এখনও অন্য ক্লাব।
কলকাতা নাইটরাইডার্স-এর বর্তমান অধিনায়ক গৌতম গম্ভীর। শাহরুখ খানের দল গম্ভীরের নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। গম্ভীর কলকাতার ক্রিকেটপাগলদের মনের ভিতরে জায়গা করে নিয়েছেন। এত কিছুর পরেও গম্ভীরের মনপ্রাণ জুড়ে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। অতীতে
ডেয়ারডেভিলস-এর হয়ে খেলেছিলেন বর্তমান কেকেআর অধিনায়ক।
ভবিষ্যতে আবার ডেয়ারডেভিলস-এর হয়েই খেলতে চান তিনি। ফিরে যেতে চান নিজের পুরনো দলে।
একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বলেছেন, ‘আমার হৃদয়ে এখনও দিল্লি। তিন বছর দিল্লি ডেয়ারডেভিলস-এর হয়ে আমি খেলেছি। মন চায় দিল্লির হয়ে খেলেই আমি শেষ করি। আমি অবশ্য এখন কলকাতা নাইটরাইডার্স-এর অধিনায়ক। নাইটদের তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন করতে চাই। দিল্লির ছেলে হিসেবে মনেপ্রাণে চাই দিল্লি ডেয়ারডেভিলসও ভাল করুক।’
উল্লেখ্য, আইপিএল-এর প্রথম তিনটি সংস্করণে গম্ভীর দিল্লি ডেয়ারডেভিলস-এর হয়ে খেলেছেন। তার পর তাঁকে অধিনায়ক করে আনা হয় কেকেআর-এ। তাঁর হাত ধরেই কেকেআর সাফল্যের শিখরে পৌঁছেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন