কলকাতার বিদায়ে শাহরুখের মন খারাপ
বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বলিউড কিং শাহরুখ খান। বড় ছেলে আরিয়ান গ্র্যাজুয়েশন শেষ করায় অভিভাবক হিসেবে সেখানে আছেন তিনি। অথচ তার অনুপস্থিতেই ২৫ মে রাতে সানরাইজ হায়দরাবাদের কাছে হেরে আইপিএল থেকে এ বছরের জন্য ছিটকে গেল তার দল কলকাতা নাইট রাইডার্স। আর নিজের দলের হারে মন খারাপ বলিউড কিং শাহরুখের!
আইপিএল-এর এবারের আসর থেকে নিজের দল কলকাতা ছিটকে পড়ায় দুঃখ পেয়েছেন জানিয়ে শাহরুখ খান টুইট করেন, এটা অস্বীকার করার কিছু নেই যে, নিজের দলের বিদায়ে সত্যিই দুঃখ পেয়েছি। কখনো কখনো আমাদের সেরাটাও ম্যাচ জেতার জন্য যথেষ্ট নয়। তবে যাইহোক, আমি কেকেআর হয়েই আপাতত পরের বছরের জন্য অপেক্ষা করছি। সাইনরাইজ হায়দরাবাদেকে শুভেচ্ছা।
এছাড়া তার দলের চেয়ার লিডারদেরকেও ভালোবাসা জানিয়ে টুইট করেন শাহরুখ। বলেন, সব সময় আমি আমার দলের খেলোয়ারদের জন্য গলা ফাটাই। কিন্তু চেয়ার লিডার মেয়েদের জন্য কখনো কিছু বলিনি। অসংখ্য ধন্যবাদ সেইসব মেয়েদের জন্য।
উল্লেখ্য, বলিউড কিং শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তি পেয়েছে ‘ফ্যান’ ছবিটি। বক্স অফিসে ছবিটি ফ্লপ করলেও দারুনভাবে প্রস্তুত হচ্ছেন শাহরুখ। এরইমধ্যে আলিয়া ভাটের সঙ্গে গৌরি সিন্ধের নতুন ছবিতে শুটিংও শেষ করেছেন তিনি। এছাড়া মুক্তির প্রতীক্ষায় আছে তার আলোচিত সিনেমা ‘রইস’। যে ছবিতে তার সঙ্গে প্রথমবার দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও বলিউডের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। ছবিটি আসছে ঈদে মুক্তির কথা থাকলেও সালমানের ‘সুলতান’-এর সঙ্গে ক্লেশ এড়াতে আগামী বছরের জানুয়ারিতে মুক্তির পরিকল্পনা করছেন শাহরুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন