কলকাতার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে বাংলাদেশের সিঁথি

ভারতের জি বাংলা চ্যানেলের সংগীতবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’য় অতিথি হয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী অবন্তি সিঁথি। অনুষ্ঠানটি ৩০ জানুয়ারি প্রচারিত হবে। সম্প্রতি কলকাতায় গিয়ে অনুষ্ঠানটির শুটিং করেন সিঁথি।
প্রথমবারের মতো দেশের বাইরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেয়ে বেশ উচ্ছ্বসিত সিঁথি। নিজের অনুভূতি প্রকাশ করে সিঁথি বলেন, “অতিথি মিউজিশিয়ান হিসেবে আমাকে ‘সা রে গা মা পা’ অনুষ্ঠান কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছিল। অনুষ্ঠানটিতে অংশ নিতে পেরে আমি খুব খুশি। কলকাতার যেসব তারকাকে ছোটবেলা থেকে টিভিতে দেখেছি, তাঁদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করেছি। এর চেয়ে আনন্দের ব্যাপার আর কী হতে পারে!’
ভারতের সংগীতশিল্পী রথীজিৎ ভট্টাচার্যের প্রশংসা করে সিঁথি আরো বলেন, ‘অনুষ্ঠানে পারফর্ম করতে রথীজিৎ দাদা আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁর প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আমি তাঁর প্রতি কৃতজ্ঞও বটে।’
সিঁথি আরো জানান, অনুষ্ঠানের শুরুতে তিনি একটু নার্ভাস ছিলেন। পরে তাঁর নাভার্সনেস একদম ছিল না। অনেক মজা করে অনুষ্ঠান শেষ করেন তিনি।
এনটিভির গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার ২০১২ সালের মৌসুমে নবম স্থানে ছিলেন অবন্তি সিঁথি। এর পর থেকে নিয়মিত মিডিয়ায় কাজ করছেন তিনি। বিশেষ করে ‘কাপ সং’-এর জন্য তিনি জনপ্রিয়তা পান সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ফয়েল পেপার, প্লাস্টিকের কাপ ও অন্যান্য ধাতব মুদ্রাকে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহারের চমক আর সেইসঙ্গে গান—এ দিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে শ্রোতাদের ভালোবাসাও অর্জন করেছেন সিঁথি। বর্তমানে সিঁথি নতুন অ্যালবামের কাজে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে বললেন, ‘নতুন অ্যালবামের বেশ কিছু গানের কাজ শেষ করেছি। তিনটা গানের কাজ এখনো বাকি আছে। এ বছরে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন