কলকাতার হোটেলে অবিবাহিত জুটি কি নিরাপদ?
‘ছুটবে কোথায় প্রেম তালকানা/ সেই প্রেমিকেরও নিজের ঠিকানা/ দশ ফুট বাই দশ ফুট’।
মনে পড়ে এই গানটিকে? অথবা হাল আমলের ছবি ‘মশান’? এই গান আর এই ছবির মধ্যে একটা অন্তর্নিহিত যোগাযোগ রয়েছে। সেটা এই— দু’ক্ষেত্রেই প্রেমিক-প্রেমিকার একান্ত সময় কাটানোর অন্তরায়ের কথা বলা হয়েছে। গানে যদি ব্যাপারটা মন্তব্যের পর্যায়ে থেকে থাকে, ‘মশান’-এ তা ভয়ঙ্কর। অবিবাহিত এক জুটি কোনও এক হোটেলে সময় কাটাতে গিয়ে সম্মুখীন হয় পুলিশ-রেড-এর। তার পরে পুলিশি হুজ্জুতের সামনে পড়ে ছেলেটি আত্মহত্যা করতে বাধ্য হয়।
এতটা ভয়াবহ পরিণতি কারোর জীবনে যেন না-ঘটে। কিন্তু সেই সঙ্গে এটাও মনে উঁকি দেয়, কোথায় নিরাপদ অবিবাহিত কাপলরা? যে কোনও হোটেল বা গেস্ট হাউজে পুলিশি ঝামেলা ঘটতেই পারে। যদিও পারস্পরিক সম্মতিক্রমে দু’জন প্রাপ্তবয়স্ক নরনারীর একত্রবাসে কোনও আইনি বাধা নেই। তবু এদেশের অচলায়তন সমাজের ভয়কে কাজে লাগিয়ে ফায়দা লোটার চেষ্টা করে আইনরক্ষক থেকে শুরু করে অনেকেই। এমনকী, স্থানীয় গুন্ডারাও এসে হোটেল বা গেস্ট হাউজে ঝামেলাবাজি করে যায়। তার উপরে রয়েছে নীতি-পুলিশ। হোটেল বা গেস্ট হাউজের পাড়াতেই ধামাকা মচিয়ে একান্ত সুখের বারোটা বাজিয়ে দিতে পারে পাড়ার লোক।
অথচ নিরালা হওয়ার প্রয়োজন কার না রয়েছে? কলকাতায় নিরালা হওয়া যায় কোথায়, এ নিয়ে মাথা ঘামাতে গিয়ে দেখা গেল, নেই নেই করেও উপায় রয়েছে কিছু নিশ্চিন্ত নিরালার।
• সব থেকে নিরাপদ স্টার ক্যাটেগরির হোটেল। একটু খরচসাপেক্ষ হয়ে যাবে ঠিকই, তবু নিরাপত্তা সুনিশ্চিত। এমন হোটেলে আইডি প্রুফ থাকলেই বোর্ডার হওয়া যায়।
• পাঁচতারা বাড়াবাড়ি মনে হলে তিন-এও কাজ চলে যাবে। আর কলকাতায় তিনতারার অভাব নেই। এখন তো অলিতে গলিতেও তিনতারা।
• ওয়েব সাইট সার্চ করে হোটেল বন্দোবস্ত করতে পারেন। ওয়েবে বিজ্ঞাপন দেন যাঁরা, তাঁরা নিজের ঝামেলা সামলাতে পারবেন, এটুকু আস্থা রাখাই য়ায়।
• বুক করার আগে ফোনে জেনে নিন, ঘর ভাড়া নিলে সমস্যায় পড়তে হবে না তো!
• বড় রেলওয়ে স্টেশন, এয়ার পোর্ট অথবা শহরের মধ্য অংশের হোটেল বা গেস্ট হাউজ ট্রাই করুন। এমন জায়গা সাধারণত নিরাপদ।
• হোটেলের ঘরে প্রবেশ করে ভাল করে দেখে নিন আড়ি পাতার কোনও সুযোগ রয়েছে কি না। লুকোনো ক্যামেরা দিয়ে অনেক
জায়গাতেই বোর্ডারদের অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে আপলোডের ব্যাপার রয়েছে। তাৎক্ষণিক ঝঞ্ঝাটের চাইতে তা অনেক বেশি ভয়ের।
• স্বামী-স্ত্রী বলে পরিচয় দেবেন না। অবিবাহিত জানিয়েই ঘর বুক করুন। অসুবিধা থাকলে হোটেল কর্তৃপক্ষই জানিয়ে দেবে।
• একা ঘর বুক করে কিছুক্ষণ কাটিয়ে নিন। বান্ধবীকে বলুন পরে আসতে। তিনি যেন রিসপশনে আপনার নাম বলে রুম নম্বর জেনে নিয়ে গটগটিয়ে রুমে ঢোকেন।
• ঘরের বাইরে ‘ডু নট ডিস্টার্ব’ নোটিশ ঝোলানোর অপশন রয়েছে কি না জেনে নিন। থাকলে অনেকটাই নিশ্চিন্ত।
• কোনো সস্তা হোটেলে পাশাপাশি দুটো ঘর বুক করুন। তার পরে এক হয়ে যান।
• ‘ওয়ো’ ওয়েবসাইটের মাধ্যমে রুম বুক করুন। সমস্যা জিরো।
• হোটেল, গেস্ট হাউজের চক্করে না-গিয়ে ‘হোম স্টে’ ট্রাই করুন। অনেক বেশি নিরাপদ।….এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন