‘কলকাতায় নিজের ছবির প্রদর্শন সবসময়ই আনন্দের’
২২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে একমাত্র ছবি হিসেবে প্রদর্শিত হবে তৌকীর আহমেদ-এর ‘অজ্ঞাতনামা’। উৎসবে যোগ দিতে ১১ নভেম্বর কলকাতায় যাবেন তৌকীর।
সোমবার গ্লিটজকে এ তথ্য জানান নির্মাতা নিজেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর আগে ‘জয়যাত্রা’ এবং ‘রূপকথার গল্প’ নিয়ে প্রতিনিধিত্ব করেছি। কলকাতায় বাংলা ভাষাভাষী দর্শকের সামনে নিজের ছবি প্রদর্শন সবসময়ই আনন্দের।”
তিনি আরও বলেন, “‘অজ্ঞতনামা’ এরইমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিকতম এ ছবিটিকে কলকাতার দর্শকের সামনে প্রদর্শনের সুযোগটিকে বিশেষ গুরুত্বপূর্ন মনে করছি। এ ধরনের বড় আসরে বিভিন্ন দেশের ছবি দেখা এবং পরিচালকদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সব সময়ই উপভোগ্য।”
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নিপূণ। ২০১৭ সালের অস্কারে বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগীতার জন্য বাংলাদেশ থেকে লড়বে এই সিনেমা।
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ওয়ার্ল্ড প্রিমিয়ার দিয়ে যাত্রা শুরু হয় ‘অজ্ঞাতনামা’র। এরইমধ্যে সিনেমাটি ইতালির গাল্ফ অব নেপলস-এ অনুষ্ঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ স্পেশাল জুরি মেনসন অ্যাওয়ার্ড, কসোভো ফিল্ম ফ্যাস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং সর্বশেষ চলতি মাসে ইতালির ত্রেন্তো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফ্যাস্টিভ্যালে ‘স্পেশাল মেনশন এ্যাওয়ার্ড’ অর্জন করে।
‘অজ্ঞাতনামা’ নিয়ে দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নেওয়া ছাড়াও তৌকির ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘হালদা’ নিয়ে। আগামী ডিসেম্বরে ছবিটির শুটিং শেষ করবেন তিনি।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ দুইটি স্বল্পদৈর্ঘ্য এবং একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে। ‘পাপেট’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাজীব আহসান এবং ‘পৌন:পৌনিক’ পরিচালনা করেছেন খন্দকার সুমন। ‘ঝলমলিয়া’ নামের তথ্যচিত্রটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম ওয়াদুদ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন