কলকাতায় প্রশংসিত নুসরাত ফারিয়া (ভিডিও সহ)
নুসরাত ফারিয়া’র প্রথম ছবি ছিল ‘আশিকী’। যৌথ-প্রযোজনার ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর। প্রথম ছবিতে বেশ সাড়া পেলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। তবে দ্বিতীয় ছবি ‘হিরো ৪২০’ এ অভিনয় করে ফারিয়া ঠিকই মন জয় করে ফেলেছেন দর্শকদের। আর প্রশংসার প্রথম ফুলঝুরি উড়ে এলো ওপার বাংলা থেকেই।
যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ কলকাতায় মুক্তি পেয়েছে ১২ই ফেব্রুয়ারি। নুসরাত ফারিয়া, ওম ও রিয়া সেন অভিনীত এ ছবিটি কলকাতায় ভালই সাড়া ফেলেছে বলে জানা গেছে। কলকাতার দর্শকরা নুসরাত ফারিয়ার অভিনয়ও পছন্দ করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমসহ অনলাইনে অনেকেই নুসরাত ফারিয়ার প্রশংসা করেন।
সৈকত নাসির ও সুজিত মণ্ডল পরিচালিত এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
এদিকে ছবি মুক্তির একদিন পরেই প্রযোজনা সংস্থা এসকে মুভিজ তাদের অফিসিয়াল পেইজে দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে একটি ভিডিও আপলোড করেছে। যেখানে কলকাতার ওম ও রিয়া সেনের পাশাপাশি দর্শকদের নুসরাত ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে।
এ প্রসঙ্গে প্রিয়.কমকে নুসরাত ফারিয়া বলেন, ‘এটি আমার জন্য সত্যিই আনন্দের ব্যাপার যে, কলকাতা থেকে প্রচুর প্রশংসা পাচ্ছি। এমনকি ওখানে প্রিমিয়ার শো শেষে প্রত্যেকটা মানুষ আমাকে খুঁজেছে।’
নুসরাত আরও বলেন, ‘প্রথম ছবি দিয়েই তো আর কেউ স্টার হয়ে যায় না। তবে প্রথম ছবিতেও আশাব্যাঞ্জক সাড়া পেয়েছি। আর ‘হিরো ৪২০’ এর জন্য কলকাতা থেকে যে ধরনের প্রশংসা পাচ্ছি তা আর বলার অপেক্ষা রাখে না। এ আনন্দ বলে বোঝাতে পারব না।’
এদিকে ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে ১৯ ফেব্রুয়ারি। ফলে ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ফারিয়া। অভিনব কৌশলে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে ‘হিরো ৪২০’ টিম।
ভিডিওতে দেখুন কলকাতার দর্শকদের প্রতিক্রিয়া:
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













