কলকাতায় ফ্লাইওভার ধস ‘ঈশ্বরের কাজ’
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জনবহুল জায়গায় ফ্লাইওভার ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের ২৫০ মিটার অংশ ধসে পড়ে।
ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, পথচারী, বাস, প্রাইভেটকার, অটোরিকশা ও হকারের ওপর ফ্লাইওভারে বিশাল অংশ ভেঙে পড়ছে।
রক্তাক্ত একটি হাত গার্ডারের নিচ থেকে সাহায্যের জন্য হাত বাড়ালে লোকজন ছুটে গিয়ে পানির বোতল দেয়। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরো মেঝে রক্তে ভেসে গেছে এবং হতাহতদের মধ্যে স্বজনরা আছে কিনা তা শনাক্ত করতে লোকজন ছুটাছুটি করছে।
দুর্ঘটনার বিষয়ে ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান আইভিআরসিএল-এর কর্মকর্তা কে পান্ডুরাঙ্গা রাও বলেন, ‘এটা ঈশ্বরের কাজ। ২৭ বছর ধরে আমরা বেশ কিছু সেতু নির্মাণ করেছি, এ পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটেনি।’ পুলিশ হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করে দিয়েছে এবং পোস্তা পুলিশ স্টেশনে একটি এফআইআর করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এবং ধ্বংসস্তূপ পরিষ্কার করতে কয়েকদিন লেগে যাবে। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত উদ্ধারকারীরা ৮০ জনকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছে।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সুপ্রতিম সরকার বলেন, ‘ধ্বংসস্তূপ পরিষ্কার ও উদ্ধার অভিযান কখন শেষ হবে আমরা বলতে পারছি না। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা আমাদের যা বলেছেন, সে তুলনায় আমরা খুব সামান্য উদ্ধার করতে পেরেছি।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ৫০০ সেনা সদস্য ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা মুখোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে সাবেক বামপন্থী সরকারের ওপর দায় চাপান। কারণ, ২০০৯ সালে ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরুর সময় বামফ্রন্ট ক্ষমতায় ছিল
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন