কলকাতায় শাকিব ও অপু বিশ্বাস

নতুন কোনো ছবিতে নেই ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। শিডিউল না থাকায় ঝুলে থাকা ছবিগুলোতেও আপাতত একসঙ্গে কাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পুরনো ছবি নিয়ে দেশের বাইরের দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ জুটি।
জানা গেছে, বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবিটি শিগগিরই মুক্তি পাচ্ছে কলকাতায়। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে চলচ্চিত্র ভারতে রফতানির অংশ হিসেবে এই ছবি মুক্তি পাবে সেখানে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতায় ছবি মুক্তির ব্যাপারটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে। তবে কবে মুক্তি পাবে, তা এখনও ঠিক হয়নি। খুব ভালো লাগছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ আমার ছবিটি দেখতে পারবে।
এর ফলে সেখানে ঢাকার ছবির কদর আরও বাড়বে। ’ এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি। ২০১৫ সালের ঈদুল আজহায় সারা দেশে ছবিটি মুক্তি পায়। তখন এটি বাংলাদেশের ১৬০টি হলে প্রদর্শিত হয়। তারকাবহুল এ ছবিতে আরও অভিনয় করেছেন দিতি, ওমর সানী, শাহনূর, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন