কলকাতায় শাকিব ও অপু বিশ্বাস

নতুন কোনো ছবিতে নেই ঢাকাই ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। শিডিউল না থাকায় ঝুলে থাকা ছবিগুলোতেও আপাতত একসঙ্গে কাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে পুরনো ছবি নিয়ে দেশের বাইরের দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ জুটি।
জানা গেছে, বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবিটি শিগগিরই মুক্তি পাচ্ছে কলকাতায়। সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে চলচ্চিত্র ভারতে রফতানির অংশ হিসেবে এই ছবি মুক্তি পাবে সেখানে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন বদিউল আলম খোকন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলকাতায় ছবি মুক্তির ব্যাপারটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে। তবে কবে মুক্তি পাবে, তা এখনও ঠিক হয়নি। খুব ভালো লাগছে ভারতের পশ্চিমবঙ্গের মানুষ আমার ছবিটি দেখতে পারবে।
এর ফলে সেখানে ঢাকার ছবির কদর আরও বাড়বে। ’ এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি। ২০১৫ সালের ঈদুল আজহায় সারা দেশে ছবিটি মুক্তি পায়। তখন এটি বাংলাদেশের ১৬০টি হলে প্রদর্শিত হয়। তারকাবহুল এ ছবিতে আরও অভিনয় করেছেন দিতি, ওমর সানী, শাহনূর, প্রবীর মিত্র, মিশা সওদাগর, উজ্জ্বল, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন