কলকাতা ছেড়েছেন সায়ন্তিকা ও শুভশ্রী!

বাংলা ছবির দুই মিষ্টি নায়িকা সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গত ( ১৭ জুলাই) রবিবার ভোর রাতেই এক সঙ্গে কলকাতা ত্যাগ করেছেন। হঠাৎ করে কলকাতা ছেড়ে অন্য কোথাও পাড়ি দিলেন কেন তাঁরা? আর পাড়ি দিয়েই বা গেলেন কোথায়?
খোঁজ নিয়ে জানাগেছে তারা দু’জন গিয়েছেন হায়দরাবাদ, রামোজি ফিল্ম সিটি-তে। সেখানেই চলছে পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবি ‘অভিমান’-এর শ্যুটিং। আসন্ন পুঁজোতেই মুক্তিপাবে ‘অভিমান’। ছবিতে দুই নায়িকার বিপরীতে নায়ক কিন্তু একজনই— দ্য ওয়ান অ্যান্ড ওনলি ‘বাদশা’ বা জিৎ।
সায়ন্তিকা আর শুভশ্রী আজ সকাল থেকেই শুরু করেছেন ওয়র্কআউট। কতটা কঠিন ওয়র্কআউট করেছেন দু’জনে সেটা ওঁদের ছবিটি দেখেই বুঝতে পারছেন সবাই। সত্যিই, নায়িকা হওয়া কি চাট্টিখানি কথা?
কোনও কিছু হওয়াই খুব সহজ নয়। প্রযোজক হওয়াই বা কি সোজা? ‘অভিমান’ ছবির প্রযোজক গোপাল মদনানি-র কথাই ধরুন না। নায়ক-নায়িকা-পরিচালক থেকে শুরু করে গোটা কোর টিম নিয়ে তাঁকে উড়ে যেতে হয়েছে হায়দরাবাদ আর তার জন্য বিমানবন্দরে ৪০ কেজি অতিরিক্ত লাগেজের মাশুলও গুনতে হয়েছে।
এর পর ওঁর মুখের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। স্মার্ট সায়ন্তিকা চটপট তুলে নিয়েছেন এই গ্রুপফি— বাঁদিক থেকে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা এবং প্রযোজক গোপাল মদনানি। পিছনে উঁকি দিচ্ছেন নায়িকা শুভশ্রী। ছবিটি শেয়ার করে লিখেছেন সায়ন্তিকা, ‘অভিমান কোরো না প্লিজ’! তিনি যে ভারি দুষ্টুমিষ্টি মেয়ে সেটা বেশ ভালই বোঝা যাচ্ছে। সুত্র-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন