কলকাতা হারের কারণ হিসেবে যার নাম বললেন গাম্ভীর

দলের হারের আসল কারণ জানিয়েছেন গাম্ভীর। গত ম্যাচে দলে ছিলেন না রাসেল ও সাকিব। দুই জনেই অলরাউন্ডার। রাসেল খেলার জন্য ফিট ছিলেন।
কিন্তু তাকেও দলে নেয়নি কলকাতা নাইট রাইডার্স। জেসন হোল্ডার বা কলিন মুনরো আর যাই হোন না কেন রাসেল হতে পারবেন না তা বলার জন্য অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞ না হলেও চলবে৷
সাকিব আল হাসান ও রাসেলের মত তারকাকে মাঠের বাইরে রেখে জয় পাওয়ার জন্য মাঠে নামেন গাম্ভীর। একাদশ সাজানোয় বড় ভূমিকা রাখেন গৌতম গাম্ভীর। কিন্তু তার প্লান ভেস্তে গেছে।
এটি স্বীকার করেছেন গৌতম গাম্ভীর। গাম্ভীর যুবরাজের ব্যাটিংয়ের কথা বলেন। সাকিবের নাম এড়িয়ে যান তিনি। গাম্ভীর বলেন, রাসেলের অভাব বোধ করেছি। ও দলে থাকলে এই রান তাড়া করা সম্ভব হত।
ম্যাচে হারের পরে কলকাতার অধিনায়ক বলেন, একজন ক্রিকেটার ম্যাচের মোর ঘুড়িয়ে দিতে পারে। রাসেলের মত পাওয়ার হিটার আমরা ওই ম্যাচে পাইনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন