কলসি-বালতি নিয়ে মেয়রের কাছে পানির দাবি
গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজে রবিবার ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানে মেয়রের সম্মুখে পানির দাবিতে কলসি-বালতি নিয়ে স্লোগান দেয় স্থানীয়রা।
তাদের অভিযোগ, রাত দুইটায় ওয়াসার পানি আসে। তখন পানির জন্য বের হতে হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। এক থেকে দেড় কাঠা জমি বরাদ্দের উদ্যোগ নিতে বলেন। জমি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোজার আগেই ওয়াসার কর্মকর্তার কাছ থেকে একটি পানির পাম্প বসানোর প্রতিশ্রুতি আদায় করেন। সাঈদ খোকন অনুষ্ঠানে এলাকাবাসীর দুর্ভোগ শোনেন। তিনি যথাসাধ্য তা সমাধানের আশ্বাস দেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, নারী কাউন্সিলর হেলেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আরিফ হোসেন ছোটনের উদ্যোগে বুড়িগঙ্গা নদীর তীরে এবং ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর উদ্যোগে পুরাতন লোহারপুল এলাকায় নব-নির্মিত দু’টি এসটিএস উদ্বোধন করেন মেয়র।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন