রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কলাবাগানে জোড়া খুন: খুনি শনাক্তে গলদঘর্ম গোয়েন্দারা

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় অনেক চেষ্টা করেও খুনিদের শনাক্ত করতে পারছে না তদন্ত সংশ্লিষ্টরা। ফুটেজ দেখে দুজন সন্দেহভাজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। হত্যাকা-ে ওই বাড়ির নিরাপত্তা প্রহরীদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের বাসায় মার্কিন দূতাবাসের প্রাক্তন কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা

ওই হত্যাকাণ্ডের তদন্তের ভার দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। ডিবির ডেপুটি কমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ মামলাটির তদারকি করছেন। সোমবার সন্ধ্যায় তিনি রাইজিংবিডিকে বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। একই সঙ্গে খুনিদের শনাক্তের কাজ চলছে। এরপরই তাদের গ্রেপ্তার করা হবে।’ এ বিষয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেন মাশরুকুর রহমান খালেদ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই ঘটনায় রোববার দুজনকে আটক করে গোয়েন্দারা। এরপর তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাদের তেমন কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়। এ কারণে ওই দুজনের নাম-ঠিকানা, কোথা থেকে আটক করা হয়েছিল তা জানায়নি গোয়েন্দারা। অনেক চেষ্টার পর সেদিনের ভিডিও ফুটেজে দুজনের চেহারা বুঝতে পারেন গোয়েন্দারা। ফুটেজের চেহারার সঙ্গে আটককৃতদের চেহারা মেলেনি। আটককৃতরা জানান, তারা এ ঘটনা মিডিয়ার মাধ্যমে জানতে পারেন। ওই দুজন অন্য যেসব তথ্য দেন তা যাচাই-বাছাই করে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ওই দুজনকে সন্দেহভাজন হিসেবেই আটক করা হয়েছিল। হত্যাকা-ে অংশ নেওয়া পাঁচজনের চেহারা নানাভাবে শনাক্তের চেষ্টা করে পারছে না গোয়েন্দারা।

অন্য একটি সূত্র জানিয়েছে, ওই বাড়ির গেটে সবসময় তালা লাগানোর কথা। কেউ এলে তালা খুলে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পর তালা খোলার নিয়ম রয়েছে। কিন্তু সেদিন তা করা হয়নি। গেটটি ছিটকিনি দিয়ে আটকানো ছিল। এ কারণে দুর্বৃত্তরা বাসার ভেতর নিরাপত্তা প্রহরী পারভেজের সঙ্গে ঢুকে যায়। আবার পারভেজ প্রধান নিরাপত্তা প্রহরী রুহুল আমিনের কাছে এসেও অনুমতি নিতে পারতেন। কিন্তু তিনি তা না করে সরাসরি দ্বিতীয় তলায় জুলহাজের বাসায় চলে যান।

সোমবার রুহুল আমিন বলেন, ঘটনার সময় আমি রুমেই ছিলাম। পারভেজ এসে আমাকে প্রথমে ঘটনাটি জানায়নি। সে যখন চিৎকার করে তারপরই জানতে পারি। আমি এগিয়ে আসার আগেই খুনিরা পালিয়ে যায়। অস্ত্র আর ছুরি দেখে তাদের কাছে যেতেও ভয় লেগেছে। যারা এসেছিল, তাদের দেখলে চিনব।

অপর নিরাপত্তা প্রহরী পারভেজ ওই দিন দুর্বৃত্তদের হামলায় আহত হন। তিনি সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আর রুহুল আমিনের কাছ থেকে একাধিকবার ওই বাসায় গিয়ে তথ্য নিয়েছেন গোয়েন্দারা। তবে সোমবার পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, তাদের ধারণা ছিল, ফুটেজ দেখেই খুনিদের শনাক্ত করা সহজ হবে। ভিডিও ফুটেজে চেহারা স্পষ্ট না হওয়ায় খুনিদের ফেলে যাওয়া ব্যাগ, কাপড় ও কাগজ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। এগুলো আবার সিআইডির পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আঙুলের ছাপ পরীক্ষা করা হচ্ছে। আঙুল বা হাতের ছাপের মাধ্যমে খুনিদের শনাক্ত করা যায় কিনা সে চেষ্টা করছে পুলিশের অপরাধ বিভাগ (সিআইডি)। খুনিদের শনাক্তের পাশাপাশি কী কারণে এ ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু হয়েছে। উগ্র মৌলবাদী গোষ্ঠী এ হত্যাকা-ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জুলহাজের সঙ্গে কারো ব্যক্তিগত, সাংসারিক, বা কর্মস্থলে কোনো ধরনের ঝামেলা আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। সোমবার পর্যন্ত এ বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ঘটনার দিন বিকেলে পাঁচজনের একটি দল জুলহাজের কলাবাগানের লেক সার্কাসের বাসায় কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে প্রবেশ করে। তারা জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা