কলার প্যাক চুলে কতটা কার্যকর?
অতিরিক্ত রোদ এবং গরম আবহাওয়া আপনার চুলের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট করে ফেলে। ফলে চুল রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে আপনার জন্য থাকছে একটি কার্যকরী হেয়ার প্যাক। রূপচর্চাবিষয়ক অনলাইন সাইট ‘সৌদি বিউটি ব্লগ’ রুক্ষ চুলের জন্য একটি কলা হেয়ার প্যাক ব্যবহারের পরামর্শ দিয়েছে। চলুন, জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন এই প্যাকটি।
যা যা লাগবে
১. পাকা কলা একটি
২. মধু এক টেবিল চামচ
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি ব্লেন্ডারে পাকা কলা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর পর এতে এক টেবিল চামচ পরিমাণ মধু মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে ও মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন। ১৫-২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। এরপর আপনার প্রয়োজনমতো মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
পরামর্শ
১. ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ব্যবহার করুন।
২. ফ্রিজে বানানো আগের প্যাক ব্যবহার না করাই ভালো। যখন চুলে ব্যবহার করবেন তখনই প্যাকটি তৈরি করুন।
৩. রোদে বের হলে মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারেন। এতে চুল সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন