কলিগ হিসেবে আমার কথা না বলাই ভালো
বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় দোষী সাব্যস্ত হয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এরপরই তাদের মন্ত্রিত্ব থাকছে কিনা কিংবা তারা মন্ত্রিত্বের শপথ ভেঙেছেন কিনা এ নিয়ে চলছে জোর আলোচনা।
আজ সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভার বৈঠকেও যোগ দিয়েছেন এই দুই মন্ত্রী।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আনিসুল হক দুই মন্ত্রীর পদত্যাগ করা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় বলে জানালেও সরকারের উচ্চ মহল এতে ‘বিব্রত’ বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করার বিষয়টি প্রথম থেকেই আমরা ভালোভাবে নেইনি। তবে তাদের পদত্যাগের বিষয়ে আজকের বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি।’
দুই মন্ত্রীর নৈতিকতার প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি তাদের একজন কলিগ। সহকর্মী হিসেবে তাদের পদত্যাগের বিষয়ে আমার কথা না বলাই উচিত।’
গতকাল রোববার (২৭ মার্চ) আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিশঃর্ত আবেদন খারিজ করে দিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দিতে বলেছেন আদালত। জমা না দিলে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই মন্ত্রী। যুদ্ধাপরাধী মীর কাসেমের মামলার রায় নিয়ে মন্তব্য করেছিলেন এই দুই মন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন