কল্যাণপুরে নিহতদের একজন গুলশানে হামলাকারীদের প্রশিক্ষক

রাজধানীর কল্যাণপুরে নিহত আরেকজনের পরিচয় মিলেছে। রায়হান কবির নামে ওই জঙ্গি সম্প্রতি গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলাকারীদের প্রশিক্ষক ছিলেন। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া উইংয়ে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, রংপুরের পীরগাছা উপজেলার জনৈক শাহজাহান কবিরের পুত্র রায়হান কবির। তিনি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করেছেন।
মনিরুল ইসলাম বলেন, গুলশান হামলায় অংশ নেওয়া জঙ্গিদের গাইবান্ধার একটি চরে দুজন প্রশিক্ষক প্রশিক্ষণ দিয়েছিলেন। এদের মধ্যে একজন রায়হান কবির। এ ছাড়াও রায়হান কবির আশুলিয়ার বাড়ুইপাড়ায় পুলিশ হত্যা মামলারও আসামি। আগে পুলিশের খাতায় তার নাম ছিল তারেক। পরে পরিবারের সাথে কথা বলে পুলিশ জানতে পারে তার নাম রায়হান কবির।
পরিবারের সাথে রায়হান কবিরের যোগযোগ ছিল কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, রায়হান বছরখানেক আগে ঘর ছাড়ে। এর সে মাঝেমাঝেই মোবাইল ফোনে পরিবারের সাথে যোগযোগ করতো।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে রাজধানীর কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়াট, র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হন। এ সময় ১ জঙ্গি গুলিবিদ্ধসহ দুজনকে আটক করে পুলিশ। এর মধ্যে একজনের নাম হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন