কাউন্টারে মিলছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি পাক-ভারত লড়াই। তার আবার ক্রিকেট পাগল দেশ ভারতের কলকাতায়। মাঠে বসে দুই দলের মহারণ দেখতে অপেক্ষার প্রহর গুনছিল কলকাতার ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হতাশ হতে হচ্ছে তাদের। টিকিট বিক্রির জন্য সম্ভবত কলকাতায় কোনো টিকিট কাউন্টার খোলা হবে না। এমন খবরে রীতিমতো হতাশা ছড়িয়ে পড়েছে শহরের ক্রিকেটপ্রেমীদের মাঝে।
নিরাপত্তার কারণে ভারত-পাকিস্তানের ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে আনা হয় কলকাতার ইডেনে। ধর্মশালায় দর্শক ধারণ ক্ষমতা ছিল ২৫ হাজারের মতো। ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট রেজিস্ট্রেশন করেছিল আইসিসি। মাত্র দু’দিন উইল্ডো খোলার পরে দেড় লাখ ক্রিকেটপ্রেমী রেজিস্ট্রেশন করেন৷ সীমিত আসনের জন্য টিকিটপ্রত্যাশী বেশি হওয়ায় লটারির মাধ্যমে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় আইসিসি।
যেহেতু ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়েছে আর ইডেনে দর্শক ধারণ ক্ষমতাও অনেক বেশি, তাই কলকাতার ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে খেলা দেখার প্রত্যাশা করতেই পারেন। কিন্তু পাক-ভারত ম্যাচ ধরমশালা থেকে ইডেনে সরে এলেও ওই নিয়মের পরিবর্তন করছে না আইসিসি।
ধর্মশালায় ভারত-পাক ম্যাচ দেখার জন্য আগে যে দেড় লাখ দর্শক রেজিস্ট্রেশন করেছিল তাদেরকেই প্রথম সুযোগ দিবে আইসিসি৷ সেক্ষেত্রে ভারত-পাক ম্যাচের জন্য ইডেন থেকে কোনও কাউন্টার সেল হচ্ছে না৷ তবে এর মধ্যে থেকে যদি বড় সংখ্যক দর্শক টিকিট বাতিল করেন তাহলে কাউন্টার সেলের একটা সম্ভাবনা তৈরি হতে পারে৷ তা না হলে হতাশ হতেই হবে কলকাতার ক্রিকেটপ্রেমীদের৷
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন