কাউন্টিতে দুর্দান্ত ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়লেন ওমর আকমল

পাকিস্তানের ব্যাটিং আইকন ওমর আকমল খেলছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। কাউন্টিতে ক্রিকেটে শেষের চমকে বড় ব্যবধানেই দলকে জিতিয়ে মাঠে ছাড়লেন এই পাকিস্তানি ক্রিকেটার।
কাউন্টিতে লিসেসটারসাইনের খেলোয়াড় তিনি। ড্যারহ্যামের বিপক্ষে শনিবার রাতে লড়াই হয় এই দুই দলের।
ওমর আকমলদের লক্ষ্য ছিল মাত্র ১২১। তবে উইকেট পতনেই ভয় ছিল। ৬৬ রানে মূল্যবান ৪টি উইকেটের পতন হয়।
রান রেটও ভালো ছিলনা। লিসেসটারসাইনের দুই ওপেনার পুরোপুরি ব্যর্থ হয়। পরে ওমর আকমল ও আয়্যারল্যান্ডের নেল ও ব্রায়েন দাঁড়িয়ে যান উইকেটে।
দুই জনের শেষের চমকে প্রায় চার ওভার (২১ বল) বাকি থাকতে জয় পায় লিসেসটারসাইন। ওমর আকমল ১টি ছয় ও ২ টি চারের মারে ২৬ ও ব্রায়েন ১টি ছয় ও ৩টি চারের মারে ৩৩ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।
প্রসঙ্গত, ওমর আকমল পাকিস্তানের জাতীয় দলে নেই। কিন্তু বিদেশি লিগে তার ব্যাটে ঠিকই ঝলকানি রয়েছে। একই অবস্থা আফ্রিদিরও।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন