কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত ৩০
পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জেলা আওয়ামী লীগ নেতাসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে।
শনিবার বেলা ১১টা থেকে শহরের বাহিরগোলা বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দা জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন জুয়েল (৪৫), নেঙ্গু খানের ছেলে মোহাব্বত আলী (৩৮), পিয়ার খান (৪০) কেতু খানের ছেলে শরিফুল (৩৫), আব্দুর রশিদের ছেলে ইসমাইল (২৫), সাহেদ নগর গ্রামের আব্দুর রাজ্জকের ছেলে সবুজ (৩৬), মৃত ওমর আলীর ছেলে সেলিম ওরফে কালা গ্যাদা (৪০), জুরান আলীর ছেলে রবিউল (৩৫), মো. আমিনুল ইসলামের ছেলে বানী (৩২), আকরাম ড্রাইভারের ছেলে মুন্না (৩০), সেলিম ব্যাপারীর ছেলে রকি (২৬), নিলমিয়া ব্যাপারী ছেলে বিজয়ের (২৮) নাম জানা গেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মানিক আহমেদ, মিলন খান জানায়, বুধবার পৌর নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে শাহেদনগর গ্রামের পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন (ব্রীজ) মার্কা ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার শাহাদত হোসেন (পানির বোতল) মার্কার সমর্থকদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে নির্বাচনের পরদিন বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ চলে। শুক্রবার এ নিয়ে উভয়পক্ষের মুরুব্বিরা রোববার শালিসী বৈঠকের আয়োজন করেন। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ নেতা ও নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জুয়েলকে বুদ্দিন সমর্থকেরা মারপিট করে আহত করলে আবারও দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে চলছে রমরমা মাদক ও জুয়ার আসর, ওসি বললেন জানা নেই
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুরে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকা জুয়াবিস্তারিত পড়ুন
পিস্তল উদ্ধার ! মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক আটক।
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ক্লাসরুমের ভেতরে একবিস্তারিত পড়ুন
সিরাজগঞ্জে বাউলদের অনুষ্ঠানে হামলা, আহত ৯
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় বাউল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলারবিস্তারিত পড়ুন