কাউন্সিল রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে

বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বেলা ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন। জাতীয় কাউন্সিল সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “কাউন্সিলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে রাজনীতির ইতিবাচক সূচনা হয়েছে। তার বক্তব্যে একদিকে দিক নির্দেশনা অন্য দিকে রাষ্ট্রের যে সমস্ত বিষয়ে সংস্কার জরুরি তা তুলে ধরা হয়েছে।”
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে। ফলে তারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিজেকে নিবেদন করার শপথ নিয়েছেন।”
সংবাদ সম্মেলনের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ৬ষ্ঠ কাউন্সিলের কর্মঅধিবেশনে যেসব বিষয়ে গঠনতন্ত্র সংশোধনী হয় তা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল নোমান, ডা.এ জেড এম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, আব্দুস সালাম, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন,শামীমুর রহমান শামীম প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন