কাওয়ালি গানের ভক্ত এখন তরুণরাও
সম্প্রতি রিলিজ পেল কাওয়ালি গানের শিল্পী রাফাত রাজীবের ‘আল্লাহ তুমি দয়াময়’ শিরোনামে তার নতুন একক অ্যালবাম।
এটি রাফাতের পঞ্চম একক অ্যালবাম। মোট ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
অ্যালবাম প্রসঙ্গে রাফাত বলেন, ‘যেদিন রিলিজ পেল সেদিন থেকেই অনেক সারা পাচ্ছি।
অনেক সিনিয়ররা প্রশংসা করছেন।’ কাওয়ালি ধাঁচের গান আমাদের দেশে কতটা জনপ্রিয় এবং তরুণদের কাছে কতটা জনপ্রিয়, এমন প্রশ্নের উত্তরে রাফাত বলেন, ‘বাংলা কাওয়ালি গানের শ্রোতা এখন অনেক। এক সময় পুরান ঢাকা বা নির্দিষ্ট কোনো অঞ্চলের মানুষ এই গান শুনতো।
কিন্তু সেই জায়গাটা এখন অনেক প্রসারিত হয়েছে। তরুণরাও এখন কাওয়ালি গানের ভক্ত।’
এছাড়া সিটিসেল চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের আসন্ন আসরে রাফাত তার ‘ইয়া রব ইয়া রব’ গানটির জন্য মনোনীত হয়েছেন। এ প্রসঙ্গে রাফাত বলেন, ‘ভালো লাগছে। এটি দেশের জনপ্রিয় সম্মানজনক একটি পুরস্কার। কৃতজ্ঞতা সবার প্রতি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন