কাজলকে ‘বন্ধু’ বলতে চান না শাহরুখ
কাজলকে আর যা-ই হোক, ‘বন্ধু’ বলতে চান না শাহরুখ খান। এমনকী, কেউ যদি ভুল করেও কাজলকে তার বন্ধু বলেন, তবে তাতে রীতিমতো বাঁধা দিচ্ছেন শাহরুখ খান। সম্প্রতি কাজলকে নিয়ে শাহরুখের এ রকম মন্তব্য শোনা গেল ‘দিলওয়ালে’র নতুন গান ‘গেরুয়া’-র মুক্তি অনুষ্ঠানে। রীতি মতো স্পষ্ট করেই জানালেন শাহরুখ, কেন কাজলের সঙ্গে বন্ধুত্বের ব্যাপারে তার এত দ্বিধা।
শাহরুখের মতে, তার আর কাজলের সম্পর্কটা আগে হয়তো ছিল বন্ধুত্বের পর্যায়েই। কিন্তু, অনেকগুলো ছবিতে কাজ করতে করতে, এতগুলো বছর পেরিয়ে এসে তাদের আর শুধুমাত্র বন্ধু বলা যাবে না। বন্ধুত্ব ছাড়িয়ে অনেক বেশি-ই গভীর তার এবং কাজলের সম্পর্ক। এমনটাই বলেছেন শাহরুখ নিজে। ‘প্রায় ২০-২২ বছর হয়েছে আমরা এক সঙ্গে কাজ করছি। এর মধ্যে আমাদের মধ্যে একটা সুন্দর রসায়ন তৈরি হয়ে আছে। আমাদের দুজনের কাছেই এই সম্পর্কটা কোথাও একটা গিয়ে স্বস্তিরও জায়গা’।
কিং খান আরও বলেছেন, ‘আমরা সব সময়েই পরস্পরের কথা ভাবি। আর সেটা খুব স্বতস্ফূর্ত ভাবেই। তাই অনেক দিন পরে দেখা হলেও ঠিক যে জায়গায় আমাদের কথা শেষ হয়েছিল, আবার সেখান থেকেই শুরু করি আমরা।’
এ বার কি দীপিকা-রণবীরের মতো কাজলকে নিয়ে শাহরুখকেও ভুল বোঝা হবে? ইতিমধ্যেই সে বিষয়ে সাবধান করে দিয়েছেন শাহরুখ। সাংবাদিকদের অনুরোধ করে বলেছেন তিনি, ‘আমি বিবাহিত মানুষ, আমার কথার অন্য কোন মানে করবেন না দয়া করে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













