কাজিনের সাথে ভাইরাল ছবি প্রসঙ্গে যা বললেন সাব্বির!

ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সাম্প্রতিক ছবি নয়। দুই এক বছর আগের তোলা ছবি হবে হয়তো। প্রশ্ন অন্যখানে! ছবি দেখেই সবার প্রশ্ন- জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের সাথে মেয়েটি কে?
সম্প্রতি ফেসবুকে সাব্বিরের তিনটি ছবি দেখা যায়। একটি পেজ থেকে সাব্বিরের এই তিনটি ছবি প্রকাশ করা হয়েছে। যে ছবিতে সাব্বির রহমানকে একটি মেয়ের সাথে দেখা যায়। বিভিন্ন ভঙ্গিতে তারা দু’জন ছবি তুলেছেন।
তবে সেই পেইজে প্রকাশিত ছবি তিনটিতে জাতীয় দলের এই মারকুটে ব্যাটসম্যানের সাথে মেয়েটির সম্পর্কটা কী, সে বিষয়ে জানানো হয়নি। এমনকি ছবির উৎস সম্পর্কেও জানানো হয়নি। তবে ছবিগুলোর ক্যাপশনে সাব্বির রহমানকে নিয়ে খুবই বাজে মন্তব্য করা হয়েছে।
এ বিষয়ে সাব্বির রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা আমার কাজিন। আমি আমার পরিবার বন্ধু বান্ধবদের সাথে ছবি তুলতেই পারি। তারা তো মেয়েও হতে পারে। এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কিছুই নেই।’
এ সময় তিনি নাসিরের বিষয়টি টেনে এনে বলেন, ‘কিছুদিন আগে নাসিরের বিষয়টা নিয়েও এমন করলো। এখন আমারটা নিয়েও যদি বাড়াবাড়ি করে তাহলে তো কিছু বলার থাকে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন