কাঠগড়ায় মুখোমুখি বদরুল-খাদিজা
সিলেটে হত্যাচেষ্টা মামলার আসামী বদরুলের বিরুদ্ধে ভিকটিম কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সিলেটের মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে এই সাক্ষ্য গ্রহণ চলছে।
রবিবার বেলা ১১টার দিকে আদালত চত্বরে পৌঁছান খাদিজা। পরে সাড়ে ১১টার পর তার সাক্ষ্য গ্রহণ শুরু হয় বলে জানিয়েছেন আমাদের সিলেট প্রতিনিধি।
এসময় খাদিজার ওপর হামলা মামলার আসামি বদরুল আলমকেও আদালতে হাজির করা হয়েছে। এ ছাড়া খাদিজার বাবা মাসুক মিয়াও আদালতে উপস্থিত রয়েছেন।
এর আগে সাক্ষী দেয়ার কথা থাকলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি তিনি।
অবশেষে শুক্রবার দুপুর ১ টায় বিমানযোগে ঢাকা থেকে সিলেট পৌঁছান খাদিজা। সিলেটে নিজ বাড়ি ফিরেই তার ওপর হামলাকারী বদরুলের শাস্তি দাবি করলেন খাদিজা বেগম নার্গিস।
বিমানবন্দরে নেমেই খাদিজা বলেন, আমি চাই বদরুলের বিচার দ্রুত শেষ হোক। তার শাস্তি হোক।
চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা এখন অনেকটা সুস্থ। তিনি নিজের কাজ নিজে করতে পারছেন এবং তার স্মৃতিশক্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হওয়া খাদিজা বর্তমানে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন ছিলেন। এর আগে আহত হওয়ার পর তিনি প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন