কানাডায় তিন লাখের বেশি অভিবাসী নিচ্ছে !
কানাডায় চলতি বছর তিন লাখের বেশি মানুষ অভিবাসনের সুযোগ পাচ্ছে। অর্থনীতি, পরিবার, শরণার্থী ও মানবিক সহায়তার অংশ হিসেবে এসব মানুষ নেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশ থেকেই কানাডায় অভিবাসনের জন্য আবেদন করা যাচ্ছে। সম্প্রতি কানাডা সরকারঘোষিত চলতি বছরের অভিবাসন পরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।
কানাডার সরকারি ওয়েবসাইটে (www.canada.ca) তিন লাখের বেশি মানুষকে অভিবাসনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওয়েবসাইটের তথ্যে বলা হয়েছে, কানাডায় গত বছর দুই লাখ ৭৯ হাজার ২০০ অভিবাসী নেওয়া হয়েছে। চলতি বছর অভিবাসী নেওয়ার লক্ষ্য তিন লাখ।
তবে দুই লাখ ৮০ হাজার থেকে তিন লাখ পাঁচ হাজার মানুষ নেওয়া হতে পারে। বিভিন্ন সূত্রে এই সংখ্যা সাড়ে তিন লাখ হতে পারে বলে দাবি করা হয়েছে। এই হিসেবে কানাডায় অভিবাসী নেওয়ার হার বাড়ছে ৭ দশমিক ৪ শতাংশ।
চলতি বছর তিন লাখ মানুষের মধ্যে কানাডার অর্থনীতির স্বার্থে নেওয়া হবে সর্বাধিক এক লাখ ৬০ হাজার ৬০০ জন। এ ছাড়া পরিবার হিসেবে নেবে ৮০ হাজার, শরণার্থী ৫৫ হাজার ৮০০ এবং মানবিক সহায়তা হিসেবে তিন হাজার ৬০০ জন। তবে অভিবাসী সাড়ে তিন লাখ নেওয়া হলে স্বভাবতই সব ক্ষেত্রে এই সংখ্যা বাড়বে। আর কানাডার প্রদেশগুলোর মধ্যে কুইবেকে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী নেওয়া হবে।
অভিবাসনবিষয়ক আইনজীবী এবং Worldwide Migration Consultants ltd. চেয়ারম্যান ড. শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ থেকে কানাডায় কয়েক হাজার পেশাজীবী, বিনিয়োগকারী কানাডায় অভিবাসনের সুযোগ পাচ্ছেন। তবে অভিবাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে অভিজ্ঞ আইনজীবীর সহায়তায় যথাযথ পদ্ধতি অনুসরণ করতে হবে। উল্লেখ্য, কানাডায় অভিবাসন আবেদনের যোগ্যতার ব্যাপারে বাংলাদেশিদের জন্য ফ্রি অ্যাসেসমেন্ট করে থাকেন ড. শেখ সালাহউদ্দিন আহমেদ।
কানাডায় অভিবাসন আবেদনের কার্যক্রম এরই মধ্যে শুরু হয়ে গেছে। ‘আগে এলে আগে পাবেন’ (ফাস্ট কাম-ফাস্ট সার্ভ) এমন ভিত্তিতে কানাডার অভিবাসন আবেদন যাচাই করা হবে। তাই আগ্রহীরা যত দ্রুত আবেদন করবেন ততই দ্রুত কানাডা সরকার থেকে উত্তর পাবেন।
অভিবাসনের আবেদনের আগে জানা প্রয়োজন : কানাডায় সর্বাধিক অভিবাসন দেওয়া হবে যোগ্য ও পেশায় অভিজ্ঞ ব্যক্তিদের। তবে সব সার্টিফিকেট ও সনদ যাচাই বাছাই হয়। তাই পেশা ও কাজের অভিজ্ঞতা নিয়ে যাঁরা কানাডায় অভিবাসন পেতে চান, তাঁরা আগে থেকেই নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারেন যাকে বলা হয়, ট্রেড স্কিল এসেসমেন্ট সার্টিফিকেট। পেশাজীবী হিসেবে কানাডায় অভিবাসন আবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভিনশিয়াল নমিনেশন। এর মাধ্যমে নির্দিষ্ট প্রদেশে ওই পেশার মানুষ প্রয়োজন কি না এবং কোনো প্রতিষ্ঠান এমন পেশার লোক নেবে কি না তা জানা এবং ছাড়পত্র আনা। দুটি বিষয়ই অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে নিশ্চিত করা যায়।
অত্যন্ত জনপ্রিয় Manitoba Provincial Nominee Program এর আওতায় Express Entry/Federal Skilled Worker Program এর তুলনায় কিভাবে অনেক সহজে কানাডাতে মাইগ্রেট করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সভাপতি ড. শেখ সালাহউদ্দিন আহমেদ (রাজু) এর সঙ্গে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিজনেস ও ইনভেস্টমেন্ট মাইগ্রেশন হিসেবে বসবাসের করণীয় জানতে www.wwbmc.com এ ওয়েবসাইটে লগইন করুন অথবা [email protected] এবং [email protected] মেইলে প্রশ্ন করে জেনে নিতে পারেন বিস্তারিত।
এছাড়া +60143300639 মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে কোম্পানির আইডি WorldwideMigrationConsultantsLtd এবং ব্যক্তিগত আইডি Sheikh Salahuddin Ahmed Raju তেও যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশে যোগযোগ করতে পারেন ০১৯৬৬০৪১৫৫৫, ০১৯৬৬০৪১৮৮৮ এবং ০১৯৭৭০১৪৭৭৮ নাম্বারে।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন