কান্দিল হত্যায় ধর্মীয় নেতাকে জিজ্ঞাসাবাদ
            
			পাকিস্তানের বিতর্কিত এবং স্বঘোষিত তারকা কান্দিল বালোচ হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য ধর্মীয় নেতা মুফতি আব্দুল কাভিকে তলব করেছে তদন্তকারী সংস্থা।
বালোচ নিহত হবার খবর শুনে কাভি মন্তব্য করেছিলেন, পাকিস্তানে ধর্মীয় নেতাদের নিয়ে মজা করবেন এমন সবার জন্যই এ ঘটনাটি একটি শিক্ষা হবে। তবে, তিনি কান্দিলকে ‘মাফ’করে দিয়েছেন বলেও জানিয়েছিলেন। বালোচের হত্যায় নিজের কোন সম্পৃক্ততা ছিল না বলে দাবি করে কাভি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হাজির হবেন।
উল্লেখ্য, গত মাসে কান্দিলের সঙ্গে সেলফি তুলে পোষ্ট করার পর দলের দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে পদচ্যুত করা হয়েছিল কাভিকে। পরিবারের সম্মান নষ্ট করেছেন এ অভিযোগে কান্দিলের ভাই তাকে শ্বাসরোধ করে হত্যা করে। রবিবার তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। ফেসবুকে কান্দিলের সাত লাখ অনুসারী ছিল।
কান্দিলের ২৫ বছর বয়সী ভাই ওয়াসিম বালোচ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন এবং তাকে পুলিশ আটক করেছে। ওয়াসিম বলেন, মুসলিম নেতার সঙ্গে ছবি প্রকাশের পরেই তিনি তার বোনকে হত্যার সিদ্ধান্ত নেন।
কান্দিল ১৪ জুলাই ফেসবুকে লিখেছিলেন, “আমি আধুনিক যুগের একজন নারীবাদী। আমি সাম্যে বিশ্বাস করি। নারী হিসেবে আমি কেমন হবো সেটা আমাকে ঠিক করতে হবে। আমার মনে হয় না শুধু সমাজের জন্যে নারীদের চলতে হবে। আমি মুক্তচিন্তা ও মুক্তমনের একজন নারী। আমি এই আমাকে ভালোবাসি।”
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













