শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কান্না থামেনি হলি আর্টিজানে নিহত সাইফুলের পরিবারের

২০১৬ সালের ১ জুলাই দিবাগত রাতে গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় পিজার শেফ সাইফুল ইসলাম চৌকিদার নিহত হয়। নিহত সাইফুল শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামের মৃত আবুল হাসেম চৌকিদারের ছেলে।

তদন্ত কাজ শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর না করে নিহত হওয়ার ৩ মাস পরে তার লাশ বেওয়ারিশ লাশের সাথে আন্জুমানে দাফন করা হয়। বছর পেরিয়ে গেলেও কান্না থামেনি নিহত সাইফুলের স্ত্রী, তিন শিশু সন্তান ও তার বৃদ্ধা মায়ের।

এখনো চোখের অশ্রু থামাতে পারেননি তারা। নিহত সাইফুলের পরিবার এখন অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। আজও সরকারের পক্ষ থেকে তাদেরকে কোন সহায়তা দেওয়া হয়নি।

পরিবারের সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম চৌকিদারের স্ত্রী সোনিয়া আকতার (২৮) তার দুই কন্যা সামিয়া (১০), ইমলি (৮) ও আট মাসের শিশু পুত্র হাসানকে নিয়ে বাড়িতে আহজারি করছেন।

বাপ হারা ভাই হারা স্বামী হারা সোনিয়া আজ অন্যের উপর নির্ভরশীল হয়ে তিনটি শিশু সন্তান নিয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবন যাপন করছেন। সাইফুলের রেখে যাওয়া কন্যা সামিয়া বাড়ির পাশে মা ইন্টারন্যাশনাল স্কুলে ৪র্থ আর ইমলি ১ম শ্রেণীতে পড়ে।

মালয়েশিয়া প্রবাসী সাইফুলের ছোট ভাই বিল্লালকেই দায়িত্ব নিতে হয়েছে অনাত শিশুসহ অসহায় পরিবারের। নিহত সাইফুলের বৃদ্ধ মা সমেরা বেগমের কান্না আজও থামেনি। তার আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বার বার ছেলের জন্য কাঁদতে কাঁদতে এখন আর চোখে পানি আসে না।

সাইফুল পরিবারের সঙ্গে কথা দিয়েছিল গত ঈদের ছুটিতে বাড়ি এসে সকলের সঙ্গে একসাথে ঈদ করবে। লাশটা ফেরত পেলে বাপ দাদার মাটিতে কবর দিতে পারত পরিবারের সদস্যরা। এ কষ্ট সহ্য করার নয়। সাইফুল নিহত হওয়ার সময়ে তার স্ত্রী ৭ মাসের অন্তঃসত্তা ছিলেন। নিহত হওয়ার তিন মাস পরেই অনাগত সন্তান ভূমিষ্ঠ হয়। জন্ম নেয় এক পুত্র সন্তান।

নিহত সাইফুলের বোন ময়না বেগম জানান, নিহত হওয়ার মাত্র দেড় বছর পূর্বে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় তিনি পিজা তৈরির কুক হিসেবে কাজে যোগদান করেন। ঘটনার দিন রাতে কর্মরত অবস্থায় হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার শিকার হয়ে সে নিহত হয়। নিহত হওয়ার পর থেকে কর্তব্যরত পুলিশ সাইফুলকে জঙ্গি বলে চিহ্নিত করে।

পুলিশের তথ্য মতে বিভিন্ন মিডিয়াতে সাইফুলকে জঙ্গি দলের সদস্য বলে প্রচার করতে থাকে। হামলার খবর টেলিভিশনে প্রচার হতে দেখে পরিবারের লোকজন ঐদিন রাতে সাইফুলকে ফোন করে না পেয়েই শুরু হয় আহাজারি।

পরিবারের লোকজন ঢাকায় গিয়ে লাশ সনাক্ত করে। এরপর শুরু হয় নানা ধরনের তদন্ত। তদন্ত কালে মা সমেরা বেগমকে সরকারের আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে ছেলের লাশ সনাক্ত করতে লাশের ডিএনএ টেষ্ট করতে ঢাকায় নিয়ে যায়। কোন কিছুতেই কিছু হয়নি।

সরকারের আইন-শৃংখলা বাহিনী দীর্ঘ ৩ মাস তদন্ত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর না করে অবশেষে আন্জুমান মফিদুল ইসলামে বেওয়ারিশ লাশ হিসেবে সাইফুলের লাশ নিহত জঙ্গিদের সঙ্গে দাফন করে দেয়। স্বজনরা লাশ ফেরত না পেয়ে পরিবারের আহজারি আরো বেড়ে যায়। দীর্ঘ এক বছরেও তাদের পরিবারের কান্না থামেনি।

নিহত সাইফুলের স্ত্রী সোনিয়া বলেন, নিহত হওয়ার কিছু দিন পূর্বে সে বাড়ি আসছিল। ১ জুলাই’১৬ শুক্রবার বিকেলে তার সাথে শেষ কথা হয়। ঘটনার সংবাদ পেয়ে বার বার তাকে ফোন করা হলে সে ফোন রিসিভ করছে না। পরে ঢাকায় থাকা তার আত্মীয় স্বজনেরা খোঁজ নিয়ে তার লাশ সনাক্ত করে আমাদের খবর দেয়।

সরকারের পক্ষ থেকে লাশ ফেরতে আশ্বাস দিয়েও বেওয়ারিশ জঙ্গি হিসেবে ওর লাশ দাফন করা হয়। আমার স্বামী জঙ্গি না। ও বিদেশ থেকে ফিরে এসে রেস্তোরায় পিজা তৈরির চাকুরী নেয়। আমার দুটি মেয়ে এবং একটি পুত্রসন্তান। এদের কি হবে। ওরা কাকে বাবা বলে ডাকবে? আমি পরের উপর ভর করে কতদিন চলবো? কি করে আমি বাঁচবো? সরকারের পক্ষ থেকে আমাকে কোন সহায়তা করা হয়নি। আমি শিশুদের নিয়ে অসহায়।

সাইফুলের মা সমেরা বেগম বলেন, আমার সাইফুল নিরপরাধ। সে রেস্তোরার পোশাক পরিহিত অবস্থায় মারা যাওয়ার পরেও তাকে জঙ্গি বলে প্রচার করা হয়। লাশের ডিএনএ টেষ্ট করতে আমাকে ঢাকায় নিয়ে পরীক্ষা করা হয়। এরপরেও আমার ছেলের লাশটি ফেরত পাইনি। লাশটা ফেরত পেলে সারা জীবন ওর সন্তানেরা বাবার কবরটা দেখে শান্তি পেত।

এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

প্রতীকী ছবি

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত

নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

  • শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
  • নরসিংদীতে সন্ত্রাসী হামলায় হার্ট এ্যাটাক হয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
  • ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
  • নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
  • কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
  • সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
  • চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা