কান ও গাল্ফ অব ন্যাপলসে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’
৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হবে তৌকীর আহমেদ পরিচালিত‘অজ্ঞাতনামা’। উৎসবের মূল ভবন প্যালেস দ্যু ফেস্টিভ্যালের প্যালেস আইতে ১৭ মে সন্ধ্যা ৬টায় ছবিটি প্রদর্শিত হবে। কান চলচ্চিত্র উৎসবে মার্শে দ্যু ফিল্ম বিভাগে প্রযোজকরা উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থের বিনিময়ে নাম নিবন্ধন ও প্রদর্শনী ভাড়া নিয়ে নিজেদের ছবি দেখাতে পারেন। মূলত আন্তর্জাতিক পরিবেশক পেতে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়। ওই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক (বিক্রয় ও বিপনন) ইবনে হাসান খান ও পরিচালক তৌকীর।
এদিকে ইতালির ‘গাল্ফ অব ন্যাপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ অফিসিয়াল সিলেকশন বিভাগে প্রদর্শিত হবে ‘অজ্ঞাতনামা’। অক্টোবরের শেষদিকে এ উৎসব অনুষ্ঠিত হবে।
মানবপাচারের কাহিনী নিয়ে নির্মিত ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুন, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন