কান কেটে এ কেমন বিনোদন!
মানুষ বিনোদন পাগন। তাই তারা বিনোদনের জন্য কত কিছুই না করে। কিন্তু এবার এমন একজনের কথা জানা গেল যিনি নিজের শখ পূরণের জন্য কান কেটে ফেলেছেন।
নিজেকে টিয়া পাখির সদৃশ বানানোর জন্য তিনি তার মুখে অসংখ্য ট্যাটু আঁকিয়েছেন। পাখির অনুরূপ চক্ষুগোলক প্রতিস্থাপন করেছেন। ব্রিস্টলের হার্টক্লিফে বসবাস করা টেড রিচার্ড নামের সেই ব্যক্তি নিজেকে টিয়াপাখির মত তৈরি করতে নিজের কানে অপারেশন করে কেটে ফেলেছেন।
৬ ঘণ্টাব্যাপী অপারেশনের পর ৫৬ বছর বয়সী টেড রিচার্ড জানান, ‘আমি মনে এখন আমাকে অনেক ভাল লাগছে। আমি এটিকে ভালবেসেছি। আমার জীবনের এটি একটি সেরা ঘটনা। আমি অনেক খুশি। আমি নিজেকে সারাক্ষণ আয়নাতে না দেখে থাকতে পারছি না’।
এখানেই শেষ নয়। টেড এবার তার নাক নিয়ে গবেষণা করতে আগ্রহী। তার কান নিয়ে যে উত্তেজনা রয়েছে তা কমে যাবার পর তিনি তার নাকের ব্যবস্থা করবেন।
তার এই অভিনব কার্যকারিতায় সকলে খুশি নন। অ্যাসস্থেটিক প্লাস্টিক সার্জনস্ ব্রিটিশ অ্যাসোসিয়েশনের একজন কনসালট্যান্ট, প্লাস্টিক সার্জন ও সদস্য এই সার্জারি করেন। তিনি নিজেই অনেক বিস্মিত যে এরকম ইচ্ছাও মানুষ পোষণ করতে পারেন। তিনি কখনও চিন্তা করেনি যে সে স্বেচ্ছায় এরকম কাজ করার মত ব্যক্তি দেখতে পাবেন।
রিচার্ডের শরীরে ১১০টি ট্যাটু, ৫০টি পিয়ার্সিংস এবং একটি বিভক্ত জিহ্বা রয়েছে। তিনি তার কান একজন বন্ধুকে দান করেছেন। রিচার্ড তার বাসায় ৪টি টিয়াপাখির সাথে শেয়ার করে থাকেন। তিনি টিয়াপাখির একনিষ্ঠ ভক্ত।–সূত্র: মেট্রো।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন