কাপ্তাই হ্রদে নিহতদের পরিবারে ত্রাণ সহায়তা, তদন্ত কমিটি গঠন

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় কাপ্তাই হ্রদ সংলগ্ন দোতলা ভবন পানিতে ধসে পড়ে নিহত চারজনের পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া মৃত্যুর ঘটনায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন- রাঙামাটি গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী সুকমল চাকমা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুল্লাহ।
এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ এবং ভবন ও ভূমির আদ্যপান্ত খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রতিবেদন তৈরি করে জমা দেবে এই কমিটি। জেলা প্রশাসন থেকে করুণ মৃত্যুর শিকার এই পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা ত্রাণ কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার জানান, মঙ্গলবার রাতে নিহত চারজনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার করে নগদ সহায়তা এবং ৩০ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। এদিকে ভবনের মালিক নঈম উদ্দীন টিটুর বিরুদ্ধ সংশ্লিষ্ট থানায় একটি মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন