কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখার উপায়
ঘাম কিংবা ধুলাবালির কারণে অল্পদিনেই নোংরা হয় আমাদের পোশাক। তাই বাধ্য হয়েই আমাদেরকে দ্বারস্থ হতে হয় ওয়াশিং মেশিন কিংবা ধোপার কাছে।
কিন্তু যখন ডিটারজেন্টের কঠিনতায় আমাদের প্রিয় পোশাকটির রঙ চটে যায় তখন মন খারাপ হওয়া স্বাভাবিক। তাই জেনে নিন কিভাবে ধরে রাখবেন কাপড়ের উজ্জ্বলতা।
কাপড় উল্টা করুন : ধোয়ার সময় যদি কালো কাপড়ের সঙ্গে অন্য কোনো রঙের কাপড় থাকে তাহলে কাপড়কে উল্টে নিন। উল্টো করলেও কাপড় যথারীতি পরিস্কার হবে। এটা নিয়ে ভাববার প্রয়োজন নেই। তবে এতে কাপড়ের রঙটা ঠিক থাকে।
ভিনেগার জলসিক্ত করুন : ভিনেগার কিংবা কাপড় কাঁচার জন্য যে পাউডার-ই ব্যবহার করুন না কেন আগে পানিতে গুলিয়ে রাখুন। শুধু পানিতে ভিনেগার অন্তত মিনিট পাঁচেক গুলিয়ে রেখে তারপর কাপড় দিলেও পোশাকের ক্ষতি কিছুটা কমে।
রোদ সতর্কতা: সরাসরি কাপড়কে রোদের তাপে রাখলে কাপড়ের রঙ চটে যায় এটা সবাই-ই জানে। এটার দিকে বিশেষ খেয়াল রাখুন, যাতে সরাসরি রোদে না পড়ে। সবথেকে ভালো হয় কাপড়কে উল্টা করে শুকাতে দিলে।
সঠিকভাবে শুকিয়েছে কিনা : খেয়াল করুন কাপড়গুলো সঠিকভাবে শুকিয়েছে কিনা। কাপড় সম্পূর্ণ কড়কড়েভাবে শুকলে তারপর সেটাকে পরা উচিত। হালকা শুকনো কিংবা আংশিক ভেজা কাপড় না পরা-ই উচিত, এতে কাপড়ের রঙ খারাপ হবার সঙ্গে সঙ্গে এটা দেহের ক্ষেত্রেও বেশ ক্ষতিকর। তাই কাপড় ঠিকমতো শুকিয়েছে কিনা সেটা লক্ষ্য রাখুন।
পানির ব্যাপারে সতর্ক হোন: পানি বেশি গরম হলে কাপড়ের রঙ খুব অল্প সময়েই চটে যায়। এছাড়া গরম পানি কাপড়ে বিভিন্নভাবে ভাজ ফেলে যার কারণে সেটা খারাপ দেখায়। তাই বেশি গরম পানি ব্যবহার না করা ভালো। সবথেকে ভালো হয় আপনি যদি সাধারণ তাপমাত্রার পানি ব্যবহার করেন। ঠাণ্ডা পানিও ব্যবহার করতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন