কাপড়ে মেশানোর রং দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি!
কাপড়ে মেশানোর রং মিশছে দুধ আর অন্যান্য উপাদানে। তৈরি হচ্ছে মিষ্টি। আর এ মিষ্টি পরিবেশিত হচ্ছে বিক্রির জন্য! খাবার অযোগ্য এসব রং মেশানোর দায়ে রাজধানীর একটি মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর গ্রিনরোডে বিক্রমপুর ‘মিষ্টান্ন ভান্ডার’কে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক জানান, কারখানায় গিয়ে দুর্গন্ধযুক্ত পচা মিষ্টি পাওয়া যায়। এ ছাড়া কারখানার পরিবেশও ছিল বেশ নোংরা। মিষ্টিকে রঙিন করার জন্য ওই প্রতিষ্ঠান কাপড়ে মেশানো রং ব্যবহার করত। এ কারণে ওই প্রতিষ্ঠানকে এমন দণ্ড দেওয়া হয়।
পরে কারখানার মিষ্টি তৈরির জন্য রাখা উপাদানগুলো ধ্বংস করা হয়।
অভিযানে সহকারী পরিচালক প্রণব কুমার ছাড়াও ছিলেস সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন