কাবুলে গাড়ি বোমা হামলায় নিহত ২৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। সোমবার সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি বাসে ওই হামলার ঘটনা ঘটে। খবর ডনের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস বলেন, খনি মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী একটি বাসে হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে তালেবান জঙ্গি গোষ্ঠী দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে।
ডেপুটি সরকারের প্রধান নির্বাহী মোহাম্মদ মোহাকেকের বাড়ির কাছেই ওই হামলা চালানো হয়েছে। এক মুখপাত্র বলেন, আমরা ধারণা করছি মোহাকেকের বাড়ি লক্ষ্য করে ওই গাড়িটি হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু নিরাপত্তার কারণে তারা ব্যর্থ হয়েছে।
এর আগে গত মে মাসে একটি ট্রাক বোমা হামলায় কাবুলে কমপক্ষে ৯০ জন নিহত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন