কাভার সরিয়ে নেয়া হচ্ছে

ধর্মশালায় সকাল থেকে থেমে থেকে বৃষ্টি হচ্ছে। দিনের প্রথম ম্যাচটি পণ্ড হওয়ার পর বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। রাত আটটায় ম্যাচটি শুরুর হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। সর্বশেষ রাত আটটার খবর হচ্ছে, বৃষ্টি থেমেছে এবং কাভার সরিয়ে নেয়া হচ্ছে।
এর আগে বলা হয়েছিল, যদি ৯টা ৪৮ মিনিটে বৃষ্টি থামে তাহলে খেলা হবে পাঁচ ওভার করে। সেক্ষেত্রে খেলা শুরু হবে ১০টা ৪৮ মিনিটে। এটিই হচ্ছে খেলা শুরু হওয়ার শেষ সময়। কারণ, মাঠ পরিচর্যা করতে এক ঘণ্টা সময়ের প্রয়োজন হবে।
আজ রাত আটটায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাঠে নামার কথা রয়েছে। গত ৯ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। আর ওমানের বিপক্ষে হেরেছিল আয়ারল্যান্ড। আজ বৃষ্টির কারণে বিকেলে নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার ম্যাচটি পণ্ড হয়েছে। ধর্মশালায় আজ সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন