‘কারখানার এক ছটাক জায়গা বিক্রি হবে না’

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোর এক ছটাক জায়গা লিজ কিংবা বিক্রি করা হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের ৫৬২টি মোটরবাইক হস্তান্তর উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমির হোসেন আমু বলেন, এ সব খালি জায়গায় নতুন করে শিল্প কারখানা গড়ে তোলা হবে। স্বাধীনতা-উত্তর সময়ে বঙ্গবন্ধু সব কলকারখানা জাতীয়করণের মাধ্যমে জনগণের স্বার্থ সুরক্ষা করলেও পরবর্তীতে অন্যান্য সরকারের আমলে গোষ্ঠীস্বার্থে রাষ্ট্রায়ত্ত কারখানা ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশকে দ্রুত শিল্পায়িত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতোমধ্যে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে।
বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সরকার স্বাস্থ্য সেবার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করছে। স্বাস্থ্য সেবার জোরদারের লক্ষ্যে ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার জন্য যানবাহন এবং রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকাদানের পাশাপাশি পরিবারের কেউ নিখোঁজ রয়েছে কি-না, সেই সম্পর্কে খোঁজ-খবর নিতে হবে। সংশ্লিষ্ট এলাকার কেউ নিখোঁজ থাকলে কিংবা জঙ্গি দলে সম্পৃক্ত হওয়ার সন্দেহ হলে তার সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দিতে হবে। ধর্মের নামে যারা তরুণ সমাজকে বিভ্রান্ত করে বিপদগামী করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে শিল্পমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ইপিআই কর্মীদের হাতে মোটরবাইকের চাবি তুলে দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বিএসইসি’র চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, এটলাসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন