কারন তিনি বলিউডের কিং খানের ছেলে !
বলিউডের কিং খানের ছেলে বলে কথা। জন্মগত ভাবেই তিনি তারকা। আর নায়ক হওয়া নিভর্র করছে শুধুই তার ইচ্ছের উপর।
সেই ধারাবাহিকতায় কদিন আগেই শোনা যাচ্ছিল যে ধুম ছবির সিরিজের ষষ্ঠ পর্বে পরিচালক আদিত্য চোপড়া নাকি শাহরুখের ছেলে আরিয়ান খানকে কাস্ট করতে চান। তবে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক করণ জোহর বলেছেন, শাহরুখের ছেলেকে নাকি তিনি ব্রেক দিতে চান। এই পরিচালকের কথায় আরিয়ান যখন অভিনয়ে আগ্রহ প্রকাশ করবে তখনই আমি তাকে ব্রেক দিবো। আরিয়ানকে শুধু আমি লঞ্চ করবো বলেও জানিয়েছেন কেজো।
নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন করন জোহর। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবিতে পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট এবং সিদ্ধার্থ ও বরুণ ধবনকেও লঞ্চ করেছিলেন তিনি।
করণের বেশিরভাগই ছবিতেই কেন শাহরুখ থাকেন? এর উত্তরে করণ জানিয়েছেন, শাহরুখই তাকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন, পাশেও দাঁড়িয়েছিলেন। শাহরুখের মধ্যে একটা অন্য রকম স্পার্ক রয়েছে।
আরিয়ানের ইতোমধ্যেই ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তার সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তার মধ্যেই আরিয়ানের অভিনয়ে আসার খবরে এখন চড়ছে প্রত্যাশার পারদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন