কারাগারই এখন সাংসদ লিটনের ঠিকানা
বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা আাদালতে হাজির করে তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দিয়ে আদালত তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।এর আগে বেলা ১২টার পর তাকে গাইবান্ধার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) ময়নুল হাসান রনির আদালতে হাজির করা হয়।
প্রথমে তাকে কোর্টহাজতে নেয়া হয়। পরে বেলা সোয়া ১২টার পর পরই আদালতে তোলা হয় এমপি লিটনকে।লিটনের আইনজীবীদের করা জামিন আবেদন এবং পুলিশের পক্ষ থেকে করা সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয় এবং শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।
লিটনকে আদালতে তোলার সময় এমপির কর্মী সমর্থকরা আদালত চত্বরে তার মুক্তির দাবিতে মিছিল স্লোগান দিতে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এ সময় টিয়ার গ্যাসের সেল ও ফাাঁকা গুলি ছোঁড়ে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।এক পর্যায়ে গোটা এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য বিজিবি টহল দিতে শুরু করেছে।
পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়। শিশু সৌরভের পায়ে গুলি করে আহত করার ঘটনার পর থেকে পলাতক এমপিকে লটনকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে রাতেই গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এর পর পরই তাকে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়। রাতে তিনি গাইবান্ধা জেলার ডিবি কার্যালয়ে ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

জেনেভা ক্যাম্পে মাছ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসারবিস্তারিত পড়ুন

তারেক রহমান: আগে ভারতীয় শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তানবিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
“নির্বাচন নিয়ে সরকারের এত গড়িমসি কেন”, এমন প্রশ্ন তুলে বিএনপিরবিস্তারিত পড়ুন