কারাগারই এখন সাংসদ লিটনের ঠিকানা
বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধা জেলা আাদালতে হাজির করে তার রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে দিয়ে আদালত তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।এর আগে বেলা ১২টার পর তাকে গাইবান্ধার অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) ময়নুল হাসান রনির আদালতে হাজির করা হয়।
প্রথমে তাকে কোর্টহাজতে নেয়া হয়। পরে বেলা সোয়া ১২টার পর পরই আদালতে তোলা হয় এমপি লিটনকে।লিটনের আইনজীবীদের করা জামিন আবেদন এবং পুলিশের পক্ষ থেকে করা সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয় এবং শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।
লিটনকে আদালতে তোলার সময় এমপির কর্মী সমর্থকরা আদালত চত্বরে তার মুক্তির দাবিতে মিছিল স্লোগান দিতে থাকে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এ সময় টিয়ার গ্যাসের সেল ও ফাাঁকা গুলি ছোঁড়ে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।এক পর্যায়ে গোটা এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য বিজিবি টহল দিতে শুরু করেছে।
পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়। শিশু সৌরভের পায়ে গুলি করে আহত করার ঘটনার পর থেকে পলাতক এমপিকে লটনকে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে রাতেই গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এর পর পরই তাকে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়। রাতে তিনি গাইবান্ধা জেলার ডিবি কার্যালয়ে ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন