কারাগারে এক কয়েদির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগারে থাকা হত্যা মামলার আসামি মো. কহিনুর হাওলাদার (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. কহিনুর হাওলাদার রামপাল উপজেলার কাটাখালী গ্রামের মো. আব্দুর মালেক হাওলাদারের ছেলে।
বাগেরহাট কারাগারের জেল সুপার মো. গোলাম দস্তগীর জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে কহিনুর হাওলাদার বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত শেষে বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাগেরহাট সদর হাসপাতালের জরুর বিভাগের চিকিৎসক ডা. সাঈদ আহমেদ জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি কহিনুর হাওলাদার নামে ওই রোগী চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন। স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন