কারাগারে থাকা আসামিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

হাজত বাস থেকে দণ্ডের মেয়াদ বাদ না দেওয়া আসামিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের কারা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অবন্তী নুরুল।
তিনি সংবাদিকদের জানান, সিলেট কারাগারে থাকা ৪৩ দণ্ডিত আসামি হাজত বাস থেকে কারাদণ্ডের মেয়াদ বাদ দেওয়ার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়টি উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্রের (আসাক) পক্ষে আদালতের রিট আবেদনটি করা হয়।
তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধি ৩৫ক- এ বলা হয়েছে, আসামির সমগ্র কারাদণ্ড থেকে হাজতে থাকবার সময় বাদ দিতে হবে। কিন্তু সিলেট কারাগারে ৪৩ আসামি এই সুবিধা পায়নি। এজন্য আদালত এ ধারা অনুসারে সুবিধা বঞ্চিত আসামিদের তালিকা চেয়েছেন। একই সঙ্গে রুলও জারি করেছেন।
চার সপ্তারে মধ্যে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এ রুলের জাবাব দিতে বলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন