কারাগারে বন্দি অপরাধীরা এক অভিনব কায়দায় মাদকপাচার করে বেড়াচ্ছে
কারাগারে আটক বন্দিরা অভিনব কায়দায় বিভিন্ন ধরনের মাদকপাচারের অপচেষ্টা চালাচ্ছেন। আদালতে হাজিরা দিয়ে কারাগারে ফেরার সময় শার্টের হাতায়, প্যান্টের কোমড়ের অংশে কখনও বা জুতার ভেতরে এসব অবৈধ পণ্য ও মাদক আনে। কিন্তু কারা নিরাপত্তা প্রহরীদের কড়া নজরদারি ও শারীরিক পরীক্ষায় অধিকাংশ সময়ই জেলবন্দি আসামিরা ভেতরে মাদক নিতে ব্যর্থ হয়।
শনিবার দুপুরে কারা অধিদফতরের (প্রিজনস) আইজি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ প্রিজনস পেজে একজন বন্দির জুতার সোলের নিচের অংশ কেটে অভিনব কায়দায় দুটি মোবাইল পাচারের অপচেষ্টাকালে আটককৃত জুতা ও মোবাইলের ছবি পোস্ট করেন।
এ ব্যাপারে তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ ও ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। তাই কোন কারাগার থেকে এটি আটক করা হয়েছে তা জানা যায়নি।
একই দিন দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডেপুটি জেলার নুর মোহাম্মদ মৃধা বাংলাদেশ প্রিজনস ফেসবুক পেজে গোপনাঙ্গে লুকিয়ে পাঁচ পুড়িয়া হেরোইনসহ আটকদের ছবি পোস্ট দেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ‘কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারা মহাপরিদর্শক ও স্থানীয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থায় সংযোজিত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি। ফলে বৃদ্ধি পেয়েছে কারারক্ষীদের মনোবল। চলছে চিরুনি অভিযান। বন্দি এবং বন্দিদের আত্মীয়স্বজনসহ সন্দেহভাজন যে কাউকেই তল্লাশি করে নিশ্চিত হচ্ছেন কারারক্ষীরা। এরই ধারাবাহিকতায় আরপি গেটে চিরুনি অভিযানে তিনজন সন্দেহভাজন ব্যক্তির মধ্যে ফিরুজ আলমের গোপনাঙ্গে লুকায়িত পাঁচ পুড়িয়া হিরোইন উদ্ধার করার পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন