কারাগারে সাকা মুজাহিদের জানাজা!
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২-এ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রোববার সকালে কারাগারে আটক বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পত্রিকার মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসিরদণ্ড কার্যকরের সংবাদ পান। এরপর দুপুরে যোহরের নামাজের পর কারাগারের নামাজ কক্ষে তাদের জন্য জানাজা নামাজ ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এনিয়ে কারাগারের ভেতরে বিএনপি জামায়াত নেতাকর্মীদের সঙ্গে অন্য আসামিদের তীব্র বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে জেল পুলিশের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে বলে কারাগারের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, রোববার যোহরের নামাজের পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ সাকা মুজাহিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় মুজাহিদকে একজন শহীদ হিসেবে আখ্যায়িত করলে অন্য আসামিদের সঙ্গে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সাকা চৌধুরীর ব্যাপারে বিএনপি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কারাগারের অপর আরেকটি সূত্র জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ও বিশেষ দোয়া করা হয়েছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাশেম আলী সহ শীর্ষ যুদ্ধাপরাধীরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।
হাতাহাতির ব্যাপারে জেল সুপারের ০১৭৩৩০৬৩৯২৮ এই নাম্বারে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে জেলারের নাম্বার ০১৭১১০৭৫৩৯৫ এ কল করা হলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার বলেন, আমি বিগত কয়েক মাস মু্ন্সিগঞ্জে বদলি হয়েছি। নাম্বারটি কারাগারের দেয়ালে লেখা থাকায় অনেকে বিভিন্ন তথ্যের জন্য আমার মোবাইলে ফোন দিচ্ছেন।
প্রসঙ্গত, রোববার রাত ১২টা ৫৫ মিনিটে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা মুজাহিদের ফাঁসিরদণ্ড কার্যকরের পর তাদের নিজ নিজ গ্রামের বাড়ীতে দাফন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন