কারাগার ঘিরে নিরাপত্তা জোরদার
ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘিরে শুক্রবার সন্ধ্যা থেকে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কারাগারে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কারাগারের একটি সূত্র সন্ধ্যা ৭টার দিকে জানিয়েছেন, সন্ধ্যা পর থেকে কারাগারের ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তবে রাতেই ফাঁসি কার্যকর করা হবে কি না- সে বিষয়ে তিনি বলতে রাজি হননি।
সন্ধ্যার পর কারাগারের চারপাশে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কারাগার ঘিরে রাস্তায় লোকজন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
এখন পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন করেননি মৃত্যুদণ্ড পাওয়া এই দুই আসামি। রাষ্ট্রপতির কাছে তারা আদৌ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা পরে জানাবেন বলে গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে সাকা চৌধুরী ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়। তারা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না- সে ব্যাপারে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন।
গত বুধবার সাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের করা ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আদালত। পরদিন বৃহস্পতিবার রাতে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির চূড়ান্ত রায় কারাগারে পৌঁছায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন