কারামুক্ত গয়েশ্বর
নাশকতার মামলায় জামিনের পর গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে তিনি মুক্তি পান।
এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা গয়েশ্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
কাশিমপুর জেল সুপার মিজানুর রহমান গয়েশ্বর মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ গয়েশ্বরের জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর রামপুরা থানায় পুলিশের দায়ের করা মামলায় গত বছরের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। পরে কারাগার থেকে মুক্তি পান তিনি। তবে তখনও অভিযোগপত্র দাখিল করা হয়নি। চলতি বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করা হয়।
৩ নভেম্বর বিচারিক আদালতে গয়েশ্বরের হাজিরার দিন থাকলেও তিনি হাজির হতে পারেনি। ৪ নভেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে ওই আদেশের বিরুদ্ধে গয়েশ্বর হাইকোর্টে আপিল করলে তার জামিন হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন