কারাযুক্তরাষ্ট্রের গারে ৮২ ‘বিএনপি নেতাকর্মী’র মানবেতর জীবনযাপন
অবশেষে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্দি আটক কেন্দ্রের হতভাগ্য ৮২ বাংলাদেশির ভাগ্যে মিলেছে আইনি সহায়তার আশ্বাস। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) শামসুল আলম অনশনরত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরক আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছেন।
শামসুল আলম চৌধুরী সাংবাদিকদের জানান, প্রায় ছয় মাস আগে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপরাধে টেক্সাসের সীমান্ত পুলিশ ওই বাংলাদেশিদের আটক করে। এরপর তারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেন। তবে সেই আবেদন গৃহীত না হওয়ায় এখন তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা ও কল্যাণের দিক বিবেচনায় রাখা দূতাবাসেরই দায়িত্ব। তাছাড়া বাংলাদেশি বন্দিরা সেখানে এক কঠিন সময় পার করছে। তবে সমস্যা হচ্ছে অধিকাংশই ইংরেজিতে কথা বলতে পারেন না বলে নানা সমস্যা দেখা দিয়েছে। তাদের পক্ষে আইনত যা করা সম্ভব বাংলাদেশ দূতাবাস তা করবে। এ জন্য তিনি খুব শিগগির আবার তাদের সঙ্গে দেখা করবেন।
জানা যায়, ২৫ থেকে ৩৫ বছর বয়সী এসব বাংলাদেশি তরুণ মানব পাচারকারী দালালদের মাধ্যমে দক্ষিণ আমেরিকার একাধিক দেশ অতিক্রম করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আটক হওয়ার পর দু’জনকে টেক্সাসের বাইরে অন্যত্র পাঠানো হয়। এখন এল পাসোর ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশির সংখ্যা ৮২।
বাংলাদেশি বন্দিদের আইনি সাহায্যের জন্য এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ফ্রেন্ডস অব ডিটেইনিস। এই সংস্থার সদস্য ফ্লোরিডার আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, আটককৃতদের মধ্যে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠানোর নির্দেশ ইতিমধ্যে হয়ে গেছে। ভ্রমণসংক্রান্ত কাগজপত্র তৈরি হয়ে গেলেই তাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। তবে এ নির্দেশের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
বন্দি বাংলাদেশিরা নিজেদের বিএনপি সমর্থক দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন বলে জানা গেছে। কিন্তু তাদের অধিকাংশের কাছেই কোনো আইনসম্মত পরিচয়পত্র নেই। বিচারক তাদের আবেদন আমলে নেননি বলে উল্লেখ করেন আতিকুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন